মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন
সংক্ষেপেএম এল এ এ
নীতিবাক্যঅনানুষ্ঠানিক বিচার ব্যবস্থার মাধ্যমে অধিকার নিশ্চিত করা
প্রতিষ্ঠাকালমার্চ ১৯৭৮; ৪৬ বছর আগে (1978-03)
মাদারীপুর
ধরনঅলাভজনক বেসরকারি সংস্থা
সদরদপ্তরপানিছত্র, মাদারীপুর, বাংলাদেশ
এলাকাগত সেবা
বাংলাদেশ
পরিষেবাআইনি সহায়তা, গবেষণা
ক্ষেত্রসমূহআইনি সমর্থন, মিডিয়া মনোযোগ, সরাসরি আপীল প্রচারণা, গবেষণা, তদবির
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
সভাপতি
ড. দেবপ্রিয় ভট্টাচার্য
মূল ব্যক্তিত্ব
ফজলুল হক
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করার পাশাপাশি বিনামুল্যে আইনগত সহায়তাও দিয়ে থাকে। এটি দেশের প্রথম মানবাধিকার সংস্থা যা সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়নের মাধ্যমে ন্যায়বিচারের অধিকার বাড়ানোর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। দরিদ্র জনগোষ্ঠির জন্য আইনি পরিষেবাগুলি সহজলভ্য এবং সাশ্রয়ী করার জন্য অনানুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহ সম্প্রদায় ভিত্তিক আইনি সহায়তা সক্রিয়তার মাধ্যমে বিভিন্ন ক্ষমতায়ন কার্যক্রমে নিজেকে জড়িত করে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।[১][২] বাংলাদেশের প্রথম সারির একটি মানবাধিকার সংগঠন যারা বিশেষভাবে আইন বিষয়ে গবেষণা, পরামর্শ, সমর্থন প্রদান করা ও নারী অধিকার নিয়ে কাজ করে।[৩] এছাড়াও সংস্থাটি বাংলাদেশী আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা বাস্তবায়ন করে থাকে।[৪] আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালর পরামর্শক হিসেবে কাজ করে থাকে। ১৯৭৮ সালে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীরা একত্রিত হয়ে সংস্থাটি গঠন করেন। বর্তমানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংস্থাটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫][৬]

প্রতিষ্ঠার ইতিহাস[সম্পাদনা]

আইনি সহায়তা হলো যেসকল মানুষ আদালতের ব্যবস্থা গ্রহণ করতে পারেনা বা আইনি প্রতিনিধিকে নেয়ার সামর্থ্য নেই তাদেরকে আইনি সহায়তা দেয়ার একটি নিয়ম। বাংলাদেশ সংবিধান ১৯৭২ এর ২৭নম্বর নিবন্ধে বলা হয়েছে আইনের সামনে সকল নাগরিকই সমান এবং তাদের সকলের আইনের প্রতি সমান অধিকার রয়েছে। কিন্তু বাংলাদেশে অনেকেই দরিদ্র, অশিক্ষিত থাকার কারণে এই অধিকার থেকে বঞ্চিত হয়। ১৯৭৮ খ্রিষ্টাব্দের মার্চে বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন আইনজীবীরা একত্রিত হয়ে এ্যড. ফজলুল হক এর উদ্যোগে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।[৫][৭]

লক্ষ্য ও উদ্দেশ্য[সম্পাদনা]

কার্যক্রম[সম্পাদনা]

মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন আন্তর্জাতিক সংস্থা ছাড়াও বাংলাদেশে মানবাধিকার ও সামাজিক এবং লিঙ্গভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা স্থানীয় বিভিন্ন সংস্থার সাথে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।[৭][৮][৯] এসব কার্যক্রম পরিচালনায় স্থানীয় সংস্থাগুলোর সহয়তায় বাংলাদেশের ১৬টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে।[৫]

এছাড়াও তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে স্বল্প সময়ে সালিশ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির প্রদান। নারী-শিশু নির্যাতন ও তাদের অধিকার রক্ষায় বিভিন্ন সময় সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।[১০]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sarwar। "Madaripur Legal Aid Association (MLAA)"Citizen's Platform for SDGs, Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  2. "Alternative Dispute Resolution"Penal Reform International (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  3. "Human rights in Bangladesh 1997"Bangabandhu Study Center (e-Library) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  4. correspondent, Staff (২০২২-০৭-২৮)। "A path full of obstacles"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  5. "MLAA Profile - Madaripur Legal Aid Association (MLAA)" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  6. "Our Members – FORUM-ASIA"forum-asia.org। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  7. Faruque, Abdullah Al (২০১৯-০৮-২৭)। "Quest for Justice for the Poor People"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  8. "Partner NGOs"Activating Village Courts in Bangladesh Project (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  9. "Partners"BLAST (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 
  10. "নগর আদালত প্রতিষ্ঠার দাবি"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৭ 

বহি:সংযোগ[সম্পাদনা]