মাতসুশিমা সুমাইয়া
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৫ ফেব্রুয়ারি ২০০১ | ||
জন্ম স্থান | নাগোয়া, জাপান | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০২০–বর্তমান | বসুন্ধরা কিংস | ||
জাতীয় দল | |||
২০২৩– | বাংলাদেশ | ৭ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
মাতসুশিমা সুমাইয়া একজন জাপানি-বাংলাদেশী ফুটবলার যাকে বাংলাদেশের প্রথম মহিলা ফ্রিস্টাইলার হিসেবেও বিবেচনা করা হয়।[১][২][৩] বর্তমানে সুমাইয়া বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল ও বসুন্ধরা কিংস মহিলা ফুটবল দলের মিডফিল্ডার হিসেবে খেলেন।[৪][৫][৬]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সুমাইয়া জাপানে জন্মগ্রহণ করেন, তার মা মাতসুশিমা তোমোমি হলেন জাপানি ও তার বাবা মাসুদুর রহমান হলেন বাংলাদেশী। দুই বছর বয়সে, সুমাইয়া বাংলাদেশে আসেন ও ২০০৮ সালে স্থায়ীভাবে স্থানান্তরিত হন।[৭]
সুমাইয়ার ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহ ছিল। তিনি ৮ম শ্রেণী পর্যন্ত সি ব্রীজ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। তারপর তিনি ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজে স্থানান্তরিত হন। ২০১৮ সালে, তিনি একটি ফুটবল দল গঠন করেন এবং ইন্টার-ইংলিশ মিডিয়াম স্কুল উৎসবে অংশগ্রহণ করেন। তার দল ৬ বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা টানা চার বার চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হন সুমায়া।[৮][৯][১০]
খেলোয়াড় জীবনী
[সম্পাদনা]তিনি ধীভেহি সিফাইঞ্জ ক্লাবের হয়ে মালদ্বীপে পেশাদারীভাবে খেলতে শুরু করেন। ২০২০ সালে বসুন্ধরা কিংসের একজন নির্বাচক তাকে সেখানে খেলতে দেখে তাকে বসুন্ধরা ক্লাবে খেলার প্রস্তাব করে।
সুমাইয়া মালদ্বীপে ফুটসাল খেলেছেন।[১১][১২] এছাড়া সাবিনা খাতুনের সঙ্গে ডিএসসিতে খেলেছেন।[১৩][১৪][১৫][১৬][১৭]
সুমাইয়া ২০২৩ সালের ১৫ জুলাই বাংলাদেশের হয়ে নেপালের বিপক্ষে খেলার মাধ্যমে তার আন্তর্জাতিক খেলোয়াড় জীবন শুরু করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মাতসুশিমা সুমাইয়া"। SportsMail24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "বাংলাদেশের হয়ে 'খেলতে চান' জাপানি তরুণী"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "বাংলাদেশ দলে জাপানি সুমাইয়া"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "Matsushima Sumaiya dreams of representing the nation - Sports - observerbd.com"। The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "Matsushima Sumaiya all set to play for Kings"। bangladeshpost.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "দেশের ফুটবলে জাপানি হাওয়া"। খেলা ৭১। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "মাতসুশিমা সুমাইয়া"। kalbela.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "BFF eyeing on Matsushima Sumaiya"। Dhaka Tribune। ২০২০-১০-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "নারী ফুটবল দলে জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া!"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "বাংলাদেশের হয়ে খেলতে চান জাপানি মাতসুশিমা সুমাইয়া"। Bangla Tribune। ২০২৩-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "মালদ্বীপে খেলতে যাচ্ছেন সাবিনা"। banglanews24.com। ২০২২-০৯-২০। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "মালদ্বীপের লিগে খেলতে গেলেন সাফজয়ী অধিনায়ক"। banglanews24.com। ২০২২-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "সাবিনার সঙ্গে মালদ্বীপ যাচ্ছেন জাপানি সুমাইয়া"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "DSC demolished defending champions MPL to win third title."। clubmaldives.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "বাংলাদেশের হয়ে 'খেলতে চান' জাপানি তরুণী"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "Japanese-Bangladeshi Mathsushima in women's team's camp"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "'I had to balance football and society'"। businesspostbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।