মাইটোটিক ইনডেক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইটোটিক ইনডেক্স বা মাইটোটিক সূচক হলো কারও শরীরে মাইটোসিসরত কোষসংখ্যা এবং শরীরের মোট কোষসংখ্যার অনুপাত।

উদ্দেশ্য[সম্পাদনা]

মাইটোটিক ইনডেক্স হলো কোষ বৃদ্ধির হার নির্ণয়ের জন্য ব্যবহৃত পরিমাপ।[১]

এটি নির্দিষ্ট সংখ্যক কোষের মধ্যে মাইটোসিসরত কোষের শতাংশ হিসাবে সংজ্ঞায়িত হয়। মাইটোসিস হলো দেহকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ পরিনত হওয়া। কোষচক্র এবং মাইটোসিসের সময়কাল বিভিন্ন ধরনের কোষে ভিন্ন হতে পারে। অত্যধিক মাইটোটিক ইনডেক্স অধিক সংখ্যক কোষ বিভাজন নির্দেশ করে। ক্যান্সার কোষগুলিতে মাইটোটিক ইনডেক্স টিস্যুর স্বাভাবিক বৃদ্ধি বা আঘাতের স্থানের কোষীয় নিরাময়ের তুলনায় অধিক হতে পারে।[২] তাই মাইটোটিক ইনডেক্স হলো বেশিরভাগ ধরনের ক্যান্সারে কেমোথেরাপি ফলে বেঁচে থাকা এবং প্রতিক্রিয়া উভয়ই সম্পর্কে সামগ্রিক পূর্বাভাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রবীণ জনগোষ্ঠীর ক্ষেত্রে এই মান তেমন একটা কার্যকর নাও হতে পারে। উদাহরণস্বরূপ, ৭০ বছরের বেশি বয়সী স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে কম মাইটোটিক ইনডেক্সের কোন রোগনির্ণায়ক মূল্য থাকে না।[৩]

সূত্র[সম্পাদনা]

এখানে (P+M+A+T) হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশার সকল কোষসংখ্যা এবং N হলো মোট কোষসংখ্যা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রুডল্ফ; ও অন্যান্য (১৯৯৮)। "Correlation between mitotic and Ki-67 labeling indices in paraffin-embedded carcinoma specimens"Human Pathology29 (11): 1216–1222। ডিওআই:10.1016/s0046-8177(98)90248-9পিএমআইডি 9824098 
  2. Urry; ও অন্যান্য (২০১৪)। Campbell Biology in Focus। Pearson। 
  3. Baak, J. P. A.; Gudlaugsson, E.; Skaland, I.; Guo, L. H. R.; Klos, J.; Lende, T. H.; Søiland, H. V.; Janssen, E. A. M.; Zur Hausen, A. (২০০৮)। "Proliferation is the strongest prognosticator in node-negative breast cancer: Significance, error sources, alternatives and comparison with molecular prognostic markers"। Breast Cancer Research and Treatment115 (2): 241–254। hdl:1956/5701অবাধে প্রবেশযোগ্যডিওআই:10.1007/s10549-008-0126-yপিএমআইডি 18665447