মাইকেল মিকস (সফটওয়্যার ডেভলপার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল মিকস
ওপেনঅফিস.অর্গ সম্মেলনে ২০০৭ সালে বার্সেলোনা, স্পেনে মাইকেল মিকস
জাতীয়তাব্রিটিশ
পেশাকোলাবোরাতে সফটওয়্যার ডেভেলপার
আদি নিবাসকেমব্রিজ, যুক্তরাজ্য
কল-সাইনmmeeks
ওয়েবসাইটhttp://www.gnome.org/~michael/

মাইকেল মিকস (ইংরেজি: Michael Meeks) একজন ব্রিটিশ সফটওয়্যার ডেভলপার। তিনি মূলত গ্নোম, ওপেনঅফিস.অর্গ, ও বর্তমানে লিব্রেঅফিস-এ তার সংযুক্ততার জন্যে সমূহ পরিচিত। তিনি গ্নোম প্রকল্পের অন্যতম একজন অবদানকারী, যিনি এর পরিকাঠামো ও সংসৃষ্ট অ্যাপলিকেশনসনূহ নিয়ে কাজ করেন।[১] তাকে ২০০০-এর মাঝামাঝি ন্যাট ফ্রাইডম্যান ও মিগেল দে কাজা কর্তৃক একজন শিমেল ডেভলপার হিসেবে ভাড়া করা হয়, এরপর তিনি নোভেল, সুয্যে, ও তারপর কোলাবোরাতে কাজ করেন।[২]

মিকস একজন ফ্রি সফটওয়্যার হ্যাকার যিনি প্রোগ্রাম লোড টাইম কমানোর জন্যে অনেক সময় অতিবাহিত করেন।[৩] তিনি গ্নু বিনইউটিলস ও গ্নু সি লাইব্রেরির জন্যে প্রত্যক্ষ বাইন্ডিং, হ্যাশভ্যালস ও ডিনসর্ট প্রয়োগ তৈরী করেন।[৩] তার অধিকাংশ কর্মের কেন্দ্রবিন্দু ছিলো ওপেনঅফিস.অর্গ তৈরী করা এবং এখন এর ফোর্ক লিব্রেঅফিসকে আরও দ্রুত স্টার্ট করা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জেমস, ড্যানিয়েন (৭ মে ২০০৭)। "Meek not geek — Interview with Michael Meeks of OpenOffice.org"টাক্স ডিলাক্স। ফ্রাঙ্ক পোলমান। ৪ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. মিকস, মাইকেল (৩ সেপ্টেম্বর ২০১৩)। "Collabora and LibreOffice"Stuff Michael Meeks is doing (blog)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  3. মোজার, জন রিচার্ড (২০০৬)। "Optimizing Linker Load Times"