মসিউর রহমান (উপদেষ্টা)
মসিউর রহমান | |
---|---|
বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয় | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | দিঘলিয়া উপজেলা, খুলনা জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
মসিউর রহমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক সচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ড. মসিউর রহমান খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]মসিউর রহমান একজন সিএসপি কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি সচিব হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]মসিউর রহমান সরকারি চাকরি থেকে অবসরের পর বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনা সরকার গঠন করেন এবং মসিউর রহমানকে মন্ত্রীর পদমর্যাদায় তাঁর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। পদ্মা সেতু ঘুষ কেলেঙ্কারিতে তাকে অভিযুক্ত করা হয়েছিল[২] কিন্তু পরবর্তীতে কানাডার একটি আদালত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাটি খারিজ করে দেয়।[৩] ২০১৬ সালের অক্টোবরে আওয়ামী লীগের দলীয় পরিষদের নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।[১] ২০১৯ সালে তিনি পুনরায় একই পদে নিয়োগ পান।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ALCWC to get bigger"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৭।
- ↑ "Five advisers to prime minister resign"। archive.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। Dhaka Tribune। ৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৭।
- ↑ ইসলাম, সায়েদুল (১১ ফেব্রুয়ারি ২০১৭)। "পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগে আনা মামলা খারিজ"। বিবিসি বাংলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের নিয়োগ প্রজ্ঞাপন"। মন্ত্রী পরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯।