মসজিদে বনি হারাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মসজিদে বনি হারাম (আরবি: مسجد بني حرام)। সৌদি আরবের মদিনার অন্যতম মসজিদ। এটি সেই অঞ্চলে দাঁড়িয়ে আছে যেখানে বানি হারাম উপজাতি বাস করত, এবং খন্দকের যুদ্ধের সময় এটি ক্যাম্প হিসাবে ব্যবহৃত হত। যুদ্ধের আগে একটি পরিখা খননকালে নামাযের জন্য নবী মুহাম্মদ সেখানে থামিয়েছিলেন বলেও মনে করা হয়। অন্যতম সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহর বাড়ি এখানে ছিল এবং তাঁর ঘরে বহু অলৌকিক ঘটনা সাক্ষী বলে গণ্য হয়।

বনি হারাম মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানমদিনা, সৌদি আরব

আরো পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]