বিষয়বস্তুতে চলুন

মনোজ গাজুরেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোজ গাজুরেল
Manoj Gajurel
জন্ম
মনোজ গাজুরেল

(1974-05-12) ১২ মে ১৯৭৪ (বয়স ৫০)
মাতৃশিক্ষায়তনত্রিভুবন বিশ্ববিদ্যালয়[১]
কর্মজীবন১৯৮৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীমঞ্জু পোখরেল [Manju Pokhrel] (m. 2021)[২]
মিনা ঢাকল [Mina Dhakal] (div. 1994-2019)
সন্তান২ জন। মিরোজ গাজুরেল ও স্মৃতি গাজুরেল
ওয়েবসাইটwww.gajureal.com

মনোজ গাজুরেল একজন নেপালি কমেডিয়ান, অভিনেতা, গায়ক, মডেল এবং কমেডি চ্যাম্পিয়ন নামে একটি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান রিয়েলিটি শো-এর বিচারক হিসাবে পরিচিত।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মনোজ গাজুরেল ১২ মে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ভবানী প্রসাদ গাজুরেন ও মাতার নাম ইন্দ্রমায়া গাজুরেল। তার জন্মের ৪ মাস পরে তার পিতা মারা যান। তখন মা এবং ভাই কেশব গাজুরেল সংসারের দায়িত্ব নেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী মনোজ গাজুরেল তার পিতামাতার সাত সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তার আরো ৪ বোন এবং ২ ভাই রয়েছে। বাবা মারা যাবার পরে তিনি মামার বাড়িতে বাল্যকাল কাটান। তাঁর বয়স যখন ৭ বছর তখন তাঁর পরিবার ঝাপা জেলায় চলে আসেন।[৩]

শিক্ষাজীবন[সম্পাদনা]

মনোজ গাজুরেল তাঁর শিক্ষাজীবন শুরু করেছিলেন তাপ্লেজুঙ জেলা এক গ্রামের স্কুল থেকে। তার বয়স যখন সাত বছর, তখন তার পরিবার ঝাপার দামক নামক স্থানে চলে আসে এবং তার পড়াশোনা শুরু করে। তিনি তাপ্লেজুঙ জেলা, পাঁচথর, ঝাপা, মোরঙ এবং কাঠমান্ডুর ১১টি বিদ্যালয়ে অধ্যয়ন করেন। এরপর তিনি তার পড়াশোনা সাংবাদিকতার দিকে পরিচালিত করেন এবং রত্ন রাজ্য লক্ষ্মী ক্যাম্পাস, কাঠমান্ডু থেকে স্নাতক পাস করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

তিনি তার শৈল্পিকতার প্রভাব জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মকে পূর্ণ ব্যবহার করেছিলেন। তিনি বিক্রম অব্দ ২০৪৫ সালে রাজনৈতিক ব্যঙ্গ-কমেডি করে তৎকালীন প্রশাসনের তারকা হয়ে ওঠেছিলেন। পরের বছর তিনি কাঠমান্ডুতে আসেন এবং আন্দোলনে জড়িয়ে পড়েন। সেখানে তিনি 'নেপালের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী)' দলের ছাত্র সংগঠন'সারা নেপাল রাষ্ট্রীয় বিদ্যার্থী ইউনিয়ন' সদস্য হন।

কর্মজীবন[সম্পাদনা]

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সাথে সাথেই তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি অভিনয় করেছেন ও ফটোকপি, হাহাহা, মনোরঞ্জন ইত্যাদির মতো অডিও ক্যাসেট প্রকাশ করেছেন এবং এরফলে তার জনপ্রিয় বেড়েছে। তিনি পুষ্পকমল দাহাল, জ্ঞানেন্দ্র শাহ, নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প প্রভৃতি জনপ্রিয় রাজনৈতিক নেতাদের চরিত্রে অভিনয় করেছেন।[৪] অডিও ও রেডিও অনুষ্ঠানের মাধ্যমে নিয়মিত উপস্থাপনার পর তিনি বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানের প্রস্তাব পেয়েছেন। তিনি নেপালের প্রায় সব জেলায় এবং অনেক দেশ ঘুরেছেন মঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে।[৫]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

Year Title Role Notes
২০১০ Pooja Cast[৬] কামনা ফিল্ম অ্যাওয়ার্ড বি. অ. ২০৭৬ - পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ)
২০১৯ 100 Kada 10 Cast [৭]

টেলিভিশন অনুষ্ঠান[সম্পাদনা]

Year Title Role Notes
২০১৯ Comedy Champion Judge[৮]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Manoj Gajurels Former Wife Meena Dhakal Celebrates Independece Day After Final Confirmation of Divorce with Manoj - PARIJATMEDIA"। PARIJATMEDIA। ফেব্রুয়ারি ১৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০২০ 
  2. "Comedian Manoj Gajurel gets married for the second time"Republica (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-১১। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৮ 
  3. "Manoj Gajurel (Bio)"। artistkhabar.com। ফেব্রুয়ারি ১৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০২০ 
  4. "Nepal comedian takes on Donald Trump"The Peninsula (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-০৬। ২০১৭-০৯-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৮ 
  5. "Manoj Gajurels Former Wife Meena Dhakal Celebrates Independence Day After Final Confirmation of Divorce with Manoj - PARIJATMEDIA"। PARIJATMEDIA। ফেব্রুয়ারি ১৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০২০ 
  6. "Pooja (2010) - IMDb"। IMDb। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০২০ 
  7. "100 Kada 10"। Lens Nepal। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০২০ 
  8. "Comedy Champion Official Site"। comedychampion.com। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]