মনীষা পান্না

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনীষা পান্না
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মনীষা পান্না
জন্ম (1991-04-20) ২০ এপ্রিল ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থান ডান্ডিয়াপল্লী, সুন্দরগড়, ওড়িশা, ভারত
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
স্পোর্টস ওড়িশা
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৭ Rising Student Club ১১ (১)
২০১৮ ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন
২০১৯ এফসি কোলহাপুর সিটি
২০২০–২০২১ গোকুলাম কেরালা মহিলা
২০২২ ইস্ট কোস্ট রেলওয়ে
২০২২– স্পোর্টস ওড়িশা ১১ (০)
জাতীয় দল
২০১৫– ভারত ২৭ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মনীষা পান্না (জন্ম ২০ এপ্রিল ১৯৯১) হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবলার। তিনি স্পোর্টস ওডিশা ও ভারতের মহিলা জাতীয় ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি ২০১৫-১৬ এএফসি মহিলা অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্টে দলের অংশ ছিলেন।[২] তিনি আগে ভারতীয় মহিলা লীগে গোকুলম কেরালা এফসি -এর হয়ে খেলেছেন।

আন্তর্জাতিক[সম্পাদনা]

মনীষা ২০১৫ সাল থেকে ভারতীয় দলের অংশ ছিলেন। তিনি জাতীয় দলে পেশাদার মধ্যমাঠের খেলোয়াড় হিসাবে খেলেন। তিনি শুরু থেকেই দলের নিয়মিত সদস্য ছিলেন। তিনি প্রথম ২০১৫-১৬ এএফসি মহিলা অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্টে খেলেছিলেন। পরে তিনি দক্ষিণ এশিয়ান গেমস২০১৬ এসএএফএফ মহিলা চ্যাম্পিয়নশিপ উভয়ই খেলেছিলেন এবং উভয় টুর্নামেন্ট জিতেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]