মনিষা সাক্সেনা
মনিষা সাক্সেনা | |
---|---|
![]() মনিষা সাক্সেনা মুম্বাই ফিল্ম সিটিতে, ২০২০ | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মিশা (ডাক নাম) |
শিক্ষা | স্নাতক ডিগ্রী |
মাতৃশিক্ষায়তন | দিল্লী বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল, অভিনেত্রী, উপস্থাপক |
কর্মজীবন | ২০১৫–বতর্মান |
মনিষা সাক্সেনা (জন্ম: ১২ এপ্রিল) একজন ভারতীয় মডেল ও টেলিভিশন অভিনেত্রী। তিনি এমটিভি ইন্ডিয়ার রিয়ালিটি শো এমটিভি লাভ স্কুল (মৌসুম ১) এ অংশগ্রহণের জন্য পরিচিত।[১] এছাড়াও তিনি বিজ্ঞাপন অভিনয়ে করেছেন।
মনিষা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। বাবা বিমান বাহিনীতে কাজ করার কারণে তার স্কুল জীবন কাটে ভারতের অনেক জায়গায়।[২]
কর্মজীবন[সম্পাদনা]
২০১৭ সালে সেট ভারতের পেধারেয়ার পিয়া কি নামক ধারাবাহিকে অভিনয় করেছেন। পরবর্তীতে, তিনি রিস্থা লিকেন হুম নয়া-তে অভিনয় করেছেন। তাঁকে নিয়ে ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রচ্ছদ করা হয়েছে।
টেলিভিশন[সম্পাদনা]
বছর | অনুষ্ঠান | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০১৫ | এমটিভি লাভ স্কুল (মৌসুম ১) | অংশগ্রহণকারী | এমটিভি ভারত |
২০১৭ | পেধরেয়ার পিয়ার কি | ইশা | সেট ভারত |
২০১৭–২০১৮ | রিস্তা লিকেন হুম নয়া | ইশা | সেট ভারত |
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
বছর | শিরোনাম | ভূমিকা | নোট |
---|---|---|---|
২০১৬ | ওয়াজা তুম হো | আত্মপ্রকাশ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Manisha Delhi couple part ways on MTV Love School"।
- ↑ "Manisha Saxena in Sony Tv's Rishta Likhenge Hum Naya"। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মনিষা সাক্সেনা (ইংরেজি)