বিষয়বস্তুতে চলুন

মধ্যমা ত্রিভুজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধ্যমা ত্রিভুজ:
মূল বা প্রসঙ্গ ত্রিভুজ:

মধ্যমা ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ:
ক্ষেত্রফল:
সমরূপতা:
অনুপাত:

কোন ত্রিভুজের বাহুত্রয় নির্দিষ্ট আরেকটি ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমান ও সমান্তরাল হলে প্রথম ত্রিভুজটিকে দ্বিতীয়টির মধ্যমা ত্রিভুজ বলা হয়। মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফল তার মূল ত্রিভুজটির ক্ষেত্রফলের গুণ হবে। আবার কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিরও মধ্যমা ত্রিভুজ বের করা হলে তা প্রথম ত্রিভুজটির অনুরূপ হবে এবং এদুটির পরিমাপের গুণক বা আকৃতির অনুপাত (scaling factor) হবে

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]