বিষয়বস্তুতে চলুন

মণিপুর ন্যাশনাল কনফারেন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মণিপুর ন্যাশনাল কনফারেন্স ছিল ভারতের মণিপুর রাজ্যের একটি রাজনৈতিক দল। এমএনসি গঠিত হয়েছিল ২০০২ সালে যখন মণিপুর রাজ্য কংগ্রেস পার্টিতে বিভক্তি ঘটে। দুটি প্রতিযোগী দল খাঁটি এমএসসিপি হিসাবে স্বীকৃত হওয়ার জন্য লড়াই করেছিল। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন থকে স্বীকৃতি দেয় । চাওবার নেতৃত্বাধীন গ্রুপই আসল এমএসসিপি। ডব্লিউ নিপামাচা সিং (মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী) তারপর তার দলকে 'মণিপুর ন্যাশনাল কনফারেন্স' হিসেবে পুনঃনামকরণ করেন।

নির্বাচন[সম্পাদনা]

২০০২ রাজ্য বিধানসভা নির্বাচনে এমএনসি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ফ্রন্টকে সমর্থন করেছিল। নির্বাচনে এমএনসি একটি আসন জিতেছে।[১]

আরজেডি-এর সঙ্গে একীভূত[সম্পাদনা]

২০০৫ সালে এমএনসি আরজেডি এর সাথে একীভূত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "State Elections 2002: Performance of Manipur National Conference (MNC) in Manipur"। Election Commission of India। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৪ 

আরো পড়ুন[সম্পাদনা]