মডিউল আলাপ:ক্রীড়া ছক/ক্রিকেট রান রেট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mashfi23 কর্তৃক ১ বছর পূর্বে "ধনাত্মক চিহ্ন" অনুচ্ছেদে

ধনাত্মক চিহ্ন[সম্পাদনা]

@আফতাবুজ্জামান নেট রান রেটে ধনাত্মক সংখ্যার আগে ধনাত্মক চিহ্ন অর্থাৎ "+" যোগ করা যায় কি? ধনাত্মক চিহ্ন অনেক উৎসেই নেট রান রেটের ক্ষেত্রে ব্যবহার হয় বলে সেটা না থাকলে কিছুটা বেখাপ্পা দেখায় বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়।

if value < 0 then
		sign = '−'
	else
		sign = ''
	end

মডিউল:Math-এ এ অংশটিতে পরিবর্তন এনে হয়তো আমি নিজেই কাজটি করে ফেলতে পারি, কিন্তু কাজটি ঠিক না হতে পারে দেখে আপনার মন্তব্য চাইলাম। আশা করি কারণটি জানাবেন যদি এ কাজ করা ঠিক না হয়। Mashfi23 (আলাপ) ২০:২৭, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mashfi23, ওখানে করা উচিত হবে না। ২৩ হাজার পাতায় মডিউলটি ব্যবহার হয়। সব জায়গায় হয়ত "+" কাঙ্ক্ষিত না ও কোথাও কিছু ভেঙ্গে যায় কিনা জানি না, গেলেও তা ঠিক করার মত কারিগরি জ্ঞান আমার নেই। যদি এই মডিউলে কোনও পরিবর্তন, সংশোধনের মাধ্যমে করা যায়, আমার আপত্তি নেই। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৫, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান মূল মডিউলে কিছু পরিবর্তন আনলে সেটা উইকিপিডিয়ার অসংখ্য নিবন্ধে সমস্যা সৃষ্টি করতে পারে- সেটা পরে মাথায় এসেছিল। যাই হোক, এ বিষয়ে জ্ঞানসম্পন্ন কারও সাহায্য নিয়ে হয়তো এ মডিউলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। Mashfi23 (আলাপ) ০৬:০৮, ৩১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন