ভেলোর
ভেলোর | |
---|---|
![]() | |
ডাকনাম: দূর্গের শহর | |
স্থানাঙ্ক: ১২°৩৩′ উত্তর ৭৯°০৫′ পূর্ব / ১২.৫৫° উত্তর ৭৯.০৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | ভেলোর জেলা |
আয়তন | |
• মহানগর | ৮৭.৯১৬ বর্গকিমি (৩৩.৯৪৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• শহর | ৪,৮৬,৯৬০ |
ভেলোর(তামিল: வேலூர், প্রতিবর্ণী. ভ়েলূর্) হল দক্ষিণ ভারত এর তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলার একটি শহর ও জেলার সদর দপ্তর।শহরটি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৪৫ কিলোমিটার ও ব্যাঙ্গালোর শহর থেকে ২১১ কিলোমিটার দূরে অবস্থিত।শহরটির মোট আয়তন ৮৭.৯১৫ বর্গ কিলোমাটার।এটি রাজ্যের নবম বৃহত্তম শহর।শহরটি ফোর্ট সিটি বা দূর্গের শহর হিসাবে পরিচিত।এছাড়া শহরটি চিকিৎসা ক্ষেত্রে জগৎ বিখ্যাত।[১]
ইতিহাস[সম্পাদনা]
ভেলোর, ব্রিটিশ ভারতের প্রথম সিপাই বিদ্রোহ, ভেলোর বিদ্রোহের ঘটনাস্থল ছিল।
ভূগোল[সম্পাদনা]
ভেলোর শহরটি ১২.৫৫ উত্তর ও ৭৯.০৮ পূর্বে অববস্থিত।সমুদ্র সমতল থেকে শহরটির উচ্চতা ২১৬ মিটার।ভেলোর পূর্ব ঘাট পর্তব থেকে উৎপন্ন পালার নদীর তীযে গড়ে উঠেছে।শহরটি রাজ্যের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদম শুমারি অনুয়ায়ি শহরটির মোট জনসংখ্যা ৪,৮৬,৯৬০ জন।এই জনসংখ্যার হিসাবে শহরটি তামিলনাড়ুর নবম বৃহত্তম শহর।২০০১ সালে শহরটিতে মোট জনসংখ্যা ছিল ৪,২৩,০০০ কিছু বেশি।
পরিবহন ব্যবস্থা[সম্পাদনা]
শহরটি চেন্নাই-ব্যাঙ্গালোর হাইওয়ের বা ৪৬ নং জাতীয় সড়কের সঙ্গে যুক্ত।চেন্নাই এর সঙ্গে ভেলোরের বাস যোগাযোগ রয়েছে।এছাড়া শহরটির রেল স্টেশন দ্বারা চেন্নাই ,ব্যাঙ্গালোর ,মাদুরাই ও কোয়েম্বাটুর শহরের সঙ্গে যোগাযোগ সাধিত হয়।ভেলোর শহরের বিমান যোযগাযোগ চেন্নাই বিমানবন্দর দ্বারা ঘটে।
অর্থনীতি[সম্পাদনা]
ভেলোর শহরে চর্ম শিল্প ও চর্মদ্রব এক বিরাট শিল্প গড়ে উঠেছে।এই শহর থেকে দেশের চর্ম শিল্পের এক বিরাট অবদান রয়েছে।এখান থেকে চর্ম দ্রব বিদেশে রপ্তানি করা হয়ে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কেন অসুস্থ অসহায় মানুষ ভেলোর যায়"। সংবাদ মন্থন। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৬।