ভি. বলরাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভি. বলরাম
কেরালা বিধানসভা
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০৪
পূর্বসূরীকে. এস. নারায়ণন নম্বুদির
উত্তরসূরীএ. সি. মইদিন
সংসদীয় এলাকাওয়াদাক্কানচেরি
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৭-১০-১০)১০ অক্টোবর ১৯৪৭
মৃত্যু১৮ জানুয়ারি ২০২০(2020-01-18) (বয়স ৭২)
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস

ভি. বলরাম (১০ নভেম্বর ১৯৪৭ – ১৮ জানুয়ারি ২০২০) ভারতের কেরালার একজন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে কেরালা বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

জীবনী[সম্পাদনা]

ভি. বলরাম ১৯৪৭ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন।[১][২] তার বাবার নাম টি. রমণ নায়ার ও মায়ের নাম ভেল্লুর চিন্নাম্মু আম্মা। তিনি কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।[৩]

ভি. বলরাম ১৯৯৬ সালে ওয়াদাক্কানচেরি থেকে কেরালা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪] তিনি ২০০১ সালেও ওয়াদাক্কানচেরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৫] ২০০৪ সালে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। উপনির্বাচনে তার বিধানসভা কেন্দ্র থেকে কে. মুরালিধরন প্রতিদ্বন্দ্বিতা করেন ও তিনি কালিকট থেকে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুজনই নির্বাচনে পরাজিত হয়েছিলেন।[৬]

ভি. বলরাম কাঞ্চনামালার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[১] তাদের দুই মেয়ের নাম দীপা ও লক্ষ্মী।[৭]

ভি. বলরাম ২০২০ সালের ১৮ জানুয়ারি ৭২ বছর বয়সে প্রয়াত হন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "V. BALARAM"Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  2. "Ex-MLA V Balram passes away"The New Indian Express। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  3. "Former Cong. MLA V. Balram dead"The Hindu। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  4. "Winners of Kerala Assembly elections 1996 with victory margins"Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  5. "Winners of Kerala Assembly elections 2001 with victory margins"Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  6. "Murali resigns from Antony Cabinet"The Times of India। ১৪ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  7. "Former MLA and Congress leader V Balaram passes away"Kerala Kaumundi। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০