ভি. বলরাম
ভি. বলরাম | |
---|---|
কেরালা বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০৪ | |
পূর্বসূরী | কে. এস. নারায়ণন নম্বুদির |
উত্তরসূরী | এ. সি. মইদিন |
সংসদীয় এলাকা | ওয়াদাক্কানচেরি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১০ অক্টোবর ১৯৪৭ |
মৃত্যু | ১৮ জানুয়ারি ২০২০ | (বয়স ৭২)
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
ভি. বলরাম (১০ নভেম্বর ১৯৪৭ – ১৮ জানুয়ারি ২০২০) ভারতের কেরালার একজন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে কেরালা বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জীবনী
[সম্পাদনা]ভি. বলরাম ১৯৪৭ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন।[১][২] তার বাবার নাম টি. রমণ নায়ার ও মায়ের নাম ভেল্লুর চিন্নাম্মু আম্মা। তিনি কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।[৩]
ভি. বলরাম ১৯৯৬ সালে ওয়াদাক্কানচেরি থেকে কেরালা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪] তিনি ২০০১ সালেও ওয়াদাক্কানচেরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৫] ২০০৪ সালে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। উপনির্বাচনে তার বিধানসভা কেন্দ্র থেকে কে. মুরালিধরন প্রতিদ্বন্দ্বিতা করেন ও তিনি কালিকট থেকে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুজনই নির্বাচনে পরাজিত হয়েছিলেন।[৬]
ভি. বলরাম কাঞ্চনামালার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[১] তাদের দুই মেয়ের নাম দীপা ও লক্ষ্মী।[৭]
ভি. বলরাম ২০২০ সালের ১৮ জানুয়ারি ৭২ বছর বয়সে প্রয়াত হন।[২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "V. BALARAM"। Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "Ex-MLA V Balram passes away"। The New Indian Express। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "Former Cong. MLA V. Balram dead"। The Hindu। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "Winners of Kerala Assembly elections 1996 with victory margins"। Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "Winners of Kerala Assembly elections 2001 with victory margins"। Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "Murali resigns from Antony Cabinet"। The Times of India। ১৪ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "Former MLA and Congress leader V Balaram passes away"। Kerala Kaumundi। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।