ভারতে সমকামী ইউনিয়নের স্বীকৃতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারত সমকামী দম্পতিদের জন্য নিবন্ধিত বিবাহ বা নাগরিক ইউনিয়নকে স্বীকৃতি দেয় না, যদিও ২০২২ সালের আগস্টে ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুসারে সমকামী দম্পতিরা লিভ-ইন দম্পতি (সহবাসের অনুরূপ) হিসাবে অধিকার এবং সুবিধা পেতে পারে [১] [২]

যদিও এটি সমকামী বিবাহ বা নাগরিক ইউনিয়নকে স্বীকৃতি দেয় না, তবে বেশিরভাগ বিষমকামী বিবাহ সরকারে নিবন্ধিত হয় না এবং প্রচলিত রীতিনীতির ভিত্তিতে প্রচলিত আইন বিবাহই বিবাহের প্রভাবশালী রূপ থেকে যায়। [৩] [৪] হিন্দু পুরোহিতরা ভারতে এবং বিদেশে সমকামী বিবাহ অনুষ্ঠান পরিচালনা করে আসছেন, এবং কমন আইন বিবাহের মাধ্যমে ১৯৮০ এর দশকের শেষের দিক থেকে ভারতে হিন্দুদের মধ্যে শত শত সমকামী বিবাহের রিপোর্ট করা হয়েছে। [৫] [৬]

ভারতে একটি সমন্বিত বিবাহ আইন নেই, এবং তাই প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে তাদের সম্প্রদায় বা ধর্মের ভিত্তিতে কোন আইন তাদের জন্য প্রযোজ্য হবে তা বেছে নেওয়ার। যদিও বিবাহ ফেডারেল স্তরে আইন প্রণয়ন করা হয়, তবে একাধিক বিবাহ আইনের অস্তিত্ব বিষয়টিকে জটিল করে তোলে। [৭]

তথ্যসত্র[সম্পাদনা]

  1. "In a first, Gurgaon court recognizes lesbian marriage - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৭-০১-৩১ 
  2. "India: Supreme Court Rules on Mandatory Marriage Registration"Library of Congress, Washington, D.C. 20540 USA। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৮ 
  3. "Homosexuality And The Indian"। ২০০৮-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Homosexuality in India: Past and Present" (পিডিএফ)। Archived from the original on ৩ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১ 
  5. "LGBTQ and Hinduism"obo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৪ 
  6. Strauss, Alix (২০২১-০৬-২৩)। "Meet the Hindu Priest Officiating L.G.B.T.Q. Weddings"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২২ 
  7. "Same-Sex Marriage and other Queer relationships in India"Issuu। ৬ অক্টোবর ২০১১।