ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থান (পুণে)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থান (পুণে)
ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থান (পুণে)
নীতিবাক্যWhere Tomorrow’s Science Begins Today
ধরনরাষ্ট্রীয় স্বার্থ সম্বন্ধীয় সংস্থান
স্থাপিত২০০৬; ১৮ বছর আগে (2006) থেকে
পরিচালককৃষ্ণনা. এন. গণেশ
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২২৭[১]
শিক্ষার্থী১১৩[১]
স্নাতক৭৬[১]
স্নাতকোত্তর৩১২[১]
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে; ৯৭ একর
ওয়েবসাইটhttp://www.iiserpune.ac.in/
মানচিত্র

ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থা, পুণে (ইংরেজি: Indian Institute of Science Education and Research, Pune; IISER-P) হল ভারতের একটি স্বশাসিত বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ২০০৬ সালে ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করে। এই প্রতিষ্ঠানটি ভারতীয় অধিরাজ্যের রাজ্য মহারাষ্ট্রের পুণেতে অবস্থিত। এটি একটি স্বশাসিত সংস্থান যা ছাত্রদের পুরস্কার হিসেবে স্বপ্রদত্ত ডিগ্রি প্রদান করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আইএসআরআর পুণে ছাত্র ও স্টাফ সংখ্যা"। http://www.iiserpune.ac.in/the-institute/facts-and-figures  অজানা প্যারামিটার |pablcer= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |Language= উপেক্ষা করা হয়েছে (|language= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); অজানা প্যারামিটার |access date= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  2. "Institutions of Higher Education"Ministry of Human Resource Development (MHRD) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]