ভাইকিংস (৪র্থ মৌসুম)
অবয়ব
ভাইকিংস | |
---|---|
মৌসুম ৪র্থ | |
শ্রেষ্ঠাংশে |
|
মূল উৎপত্তির দেশ | কানাডা আয়ারল্যান্ড |
পর্ব সংখ্যা | ২০ |
মুক্তি | |
মূল চ্যানেল | হিস্ট্রি |
মূল মুক্তির তারিখ | ১ম খণ্ড: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ – ২১ এপ্রিল ২০১৬ ২য় খণ্ড: ৩০ নভেম্বর ২০১৬ – ১ ফেব্রুয়ারি ২০১৭ |
মাইকেল হার্স্টের রচিত ও নির্মিত ঐতিহাসিক নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক ভাইকিংস-এর তৃতীয় মৌসুম কানাডায় হিস্ট্রি চ্যানেলে ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হয়। এটি দুই ভাগে দশটি দশটি করে মোট বিশটি পর্বে সমাপ্ত হয়।[১][২][৩] দ্বিতীয় ভাগের প্রচার শুরু হয় ২০১৬ সালের ২০শে নভেম্বর এবং ২০১৭ সালের ১লা ফেব্রুয়ারি মৌসুমটি সমাপ্ত হয়।[৪] এই মৌসুমে প্রখ্যাত কিংবদন্তি নর্স বীর ও ভাইকিং র্যাগনার লদব্রোক এবং তার ভাই রলোর মধ্যকার যুদ্ধ দেখানো হয়, বিয়োর্ন ভূমধ্যসাগরে লুট করতে যায় এবং ভাইকিংরা ইংল্যান্ডে আক্রমণ করে।
কুশীলব
[সম্পাদনা]প্রধান
[সম্পাদনা]- ট্র্যাভিস ফিমেল - রাজা র্যাগনার লদব্রোক, কাটেগাটের ভাইকিং আর্ল যিনি রাজা হরিকের মৃত্যুর পর রাজা হন
- ক্যাথরিন উইনিক - রানি ল্যাগার্থা, র্যাগনারের প্রাক্তন স্ত্রী ও নারী যোদ্ধা; তিনি হিডিবির আর্ল হয়ে নিজেকে ইংস্তাদ নামে পরিচয় দেন এবং পরে কাটেগাটের রানি হন
- ক্লাইভ স্ট্যান্ডেন - ডিউক রলো, র্যাগনারের ভাই ও সতীর্থ যোদ্ধা; তিনি সমার্ট শার্ল কর্তৃক নরমান্ডির ডিউক ঘোষিত হন
- গুস্তাফ স্কার্সগার্ড - ফ্লোকি, র্যাগনারের বন্ধু ও জাহাজ নির্মাতা
- আলেকজান্ডার লুডভিগ - বিয়োর্ন আয়রনসাইড, র্যাগনার ও ল্যাগার্থার পুত্র, তোর্ভির সাথে তার সম্পর্ক গড়ে ওঠে
- অ্যালিসা সাদারল্যান্ড - রাজকুমারী আসলগ, ভালকিরি ব্রাইনহিল্ড্রের কন্যা ও র্যাগনারের দ্বিতীয় স্ত্রী
- বেন রবসন - আর্ল কালফ, ল্যাগার্থা সাথে যৌথভাবে হিডিবির শাসন করা ভাইকিং যোদ্ধা (১ম খণ্ড)
- লোতায়ার ব্লুতো - শার্ল, পশ্চিম ফ্রাঙ্কিয়ার সম্রাট (১ম খণ্ড)[৫]
- লিনাস রোচ - ওয়েসেক্সের একবার্ট, ওয়েসেক্সের চতুর ও নিষ্ঠুর রাজা
- জন কাভানা - সিয়ার
- পিটার ফ্রাঞ্জেন - রাজা হ্যারাল্ড ফাইনহেয়ার, সমগ্র নরওয়ের প্রথম রাজা হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা ভাইকিং
- জাসপার পাক্কোনেন - হাফডান দ্য ব্ল্যাক, হ্যারাল্ডের সহিংস ছোট ভাই
- কেভিন ডুরান্ড - হার্বার্ড, একজন অদ্ভুত পর্যটক ও গল্পকার (১ম খণ্ড)[৬]
- অ্যালেক্স হিউ অ্যান্ডারসন - আইভার দ্য বোনলেস, র্যাগনার ও আসলগের চতুর্থ পুত্র (১ম খণ্ডে অতিথি, ২য় খণ্ড)
- মার্কো ইলসো - ভিৎসার্ক, র্যাগনার ও আসলগের দ্বিতীয় পুত্র (১ম খণ্ডে অতিথি, ২য় খণ্ড)
- ডেভিড লিন্ডস্ট্রম - সিগার্ড স্নেক-ইন-দ্য-আই, র্যাগনার ও আসলগের তৃতীয় পুত্র (১ম খণ্ডে অতিথি, ২য় খণ্ড)
- জর্ডান প্যাট্রিক স্মিথ - উবা, র্যাগনার ও আসলগের প্রথম পুত্র (১ম খণ্ডে অতিথি, ২য় খণ্ড)
- মো ডানফোর্ড - রাজকুমার অ্যাথেলউল্ফ, রাজা একবার্টের পুত্র (১ম খণ্ডে অনিয়মিত, ২য় খণ্ড)
- জোনাথন রিস মেয়ার্স - বিশপ হেকমুন্ড, ধার্মিক যোদ্ধা যাজক (২য় খণ্ড)[৭]
পর্বের তালিকা
[সম্পাদনা]সামগ্রিক নং. | মৌসুমে নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল সম্প্রচারের তারিখ | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
অংশ ১ | ||||||||||||
৩০ | ১ | "আ গুড ট্রিজন" | কিয়ারান ডনেলি | মাইকেল হার্স্ট | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ | |||||||
৩১ | ২ | "কিল দ্য কুইন" | কিয়ারান ডনেলি | মাইকেল হার্স্ট | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ | |||||||
৩২ | ৩ | "মার্সি" | কিয়ারান ডনেলি | মাইকেল হার্স্ট | ৩ মার্চ ২০১৬ | |||||||
৩৩ | ৪ | "ইয়োল" | হেলেন শেভার | মাইকেল হার্স্ট | ১০ মার্চ ২০১৬ | |||||||
৩৪ | ৫ | "প্রমিজড" | হেলেন শেভার | মাইকেল হার্স্ট | ১৭ মার্চ ২০১৬ | |||||||
৩৫ | ৬ | "হোয়াট মাইট হ্যাভ বিন" | কেন গিরোট্টি | মাইকেল হার্স্ট | ২৪ মার্চ ২০১৬ | |||||||
৩৬ | ৭ | "দ্য প্রফিট অ্যান্ড দ্য লস" | কেন গিরোট্টি | মাইকেল হার্স্ট | ৩১ মার্চ ২০১৬ | |||||||
৩৭ | ৮ | "পোর্টেজ" | কেন গিরোট্টি | মাইকেল হার্স্ট | ৭ এপ্রিল ২০১৬ | |||||||
৩৮ | ৯ | "ডেথ অল 'রাউন্ড" | জেফ উলনাফ | মাইকেল হার্স্ট | ১৪ এপ্রিল ২০১৬ | |||||||
৩৯ | ১০ | "দ্য লাস্ট শিপ" | জেফ উলনাফ | মাইকেল হার্স্ট | ২১ এপ্রিল ২০১৬ | |||||||
অংশ ২ | ||||||||||||
৪০ | ১১ | "দি আউটসাইডার" | ড্যানিয়েল গ্রাউ | মাইকেল হার্স্ট | ৩০ নভেম্বর ২০১৬ | |||||||
৪১ | ১২ | "দ্য ভিশন" | ড্যানিয়েল গ্রাউ | মাইকেল হার্স্ট | ৭ ডিসেম্বর ২০১৬ | |||||||
৪২ | ১৩ | "টু জার্নিস" | সারা হার্ডিং | মাইকেল হার্স্ট | ১৪ ডিসেম্বর ২০১৬ | |||||||
৪৩ | ১৪ | "ইন দি আনসার্টেইন আওয়ার বিফোর দ্য মর্নিং" | সারা হার্ডিং | মাইকেল হার্স্ট | ২১ ডিসেম্বর ২০১৬ | |||||||
৪৪ | ১৫ | "অল হিজ অ্যাঞ্জেলস" | কিয়ারান ডনেলি | মাইকেল হার্স্ট | ২৮ ডিসেম্বর ২০১৬ | |||||||
৪৫ | ১৬ | "ক্রসিংস" | কিয়ারান ডনেলি | মাইকেল হার্স্ট | ৪ জানুয়ারি ২০১৭ | |||||||
৪৬ | ১৭ | "দ্য গ্রেট আর্মি" | জেফ উলনাফ | মাইকেল হার্স্ট | ১১ জানুয়ারি ২০১৭ | |||||||
৪৭ | ১৮ | "রিভেঞ্জ" | জেফ উলনাফ | মাইকেল হার্স্ট | ১৮ জানুয়ারি ২০১৭ | |||||||
৪৮ | ১৯ | "অন দি ইভ" | বেন বোল্ট | মাইকেল হার্স্ট | ২৫ জানুয়ারি ২০১৭ | |||||||
৪৯ | ২০ | "দ্য রিকনিং" | বেন বোল্ট | মাইকেল হার্স্ট | ১ ফেব্রুয়ারি ২০১৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মিটোভিচ, ম্যাট ওয়েব। "Vikings Gets Supersized Season 4, Premiere Date, 'Last Supper'-y Poster"। টিভি লাইন। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ ম্যাথু, ইলিন (জুলাই ৩, ২০১৫)। "'Vikings' Season 4 Spoilers: Queen Aslaug to be Leader; Will Rollo Follow Ragnar's Footsteps?"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "History's Hit Drama Series "Vikings" Returns for Season Four on Thursday, February 18 at 10 PM ET/PT"। দ্য ফুটন ক্রিটিক। ডিসেম্বর ১৭, ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ পেটস্কি, ডেনিস। "'Vikings' Sets Season 4 Midseason Premiere; Moves To Wednesday"। ডেডলাইন হলিউড। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "Breaking News - "Vikings" - History's Hit Drama Series Sails Again for Season Three Thursday, February 19 at 10 p.m. ET"। দ্য ফুটন ক্রিটিক। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১।
- ↑ হেইনার, ক্রিস ই. (জুলাই ১৩, ২০১৫)। "Kevin Durand heading back to 'Vikings' to create Season 4 chaos"। জ্যাপটুইট.com। আগস্ট ২৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১।
- ↑ সোমবাকোস, রেচেল (জানুয়ারি ১০, ২০১৭)। "'VIKINGS,' SEASON 5: JONATHAN RHYS MEYERS ROLE IS FINALLY REVEALED"। ইনকুইসিটর.com। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১।