ভাইকিংস (৩য় মৌসুম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাইকিংস
মৌসুম ৩য়
ডিভিডি প্রচ্ছদ
শ্রেষ্ঠাংশে
মূল উৎপত্তির দেশকানাডা
আয়ারল্যান্ড
পর্ব সংখ্যা১০
মুক্তি
মূল চ্যানেলহিস্ট্রি
মূল মুক্তির তারিখ১৯ ফেব্রুয়ারি ২০১৫ (2015-02-19) –
২৩ এপ্রিল ২০১৫ (2015-04-23)
পর্বের তালিকা

মাইকেল হার্স্টের রচিত ও নির্মিত ঐতিহাসিক নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক[১][২] ভাইকিংস-এর তৃতীয় মৌসুম কানাডায় হিস্ট্রি চ্যানেলে ২০১৫ সালের ১৯শে ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হয় এবং ২০১৫ সালের ২৩শে এপ্রিল দশ পর্বের মৌসুমটি সমাপ্ত হয়। এই মৌসুমে প্রখ্যাত কিংবদন্তি নর্স বীর ও ভাইকিং র‍্যাগনার লদব্রোকের পরিবার এবং ভাইকিংরা ইংল্যান্ডের বিভিন্ন বিষয়াদিতে আরও বেশি জড়িয়ে পড়ে এবং ফ্রাঙ্কিয়ায় আক্রমণ করে।

কুশীলব[সম্পাদনা]

প্রধান[সম্পাদনা]

অনিয়মিত[সম্পাদনা]

  • অ্যামি বেইলি - মার্সিয়ার রাজকুমারী/রানি কুয়েনত্রিথ
  • মো ডানফোর্ড - ওয়েসেক্সের রাজকুমার অ্যাথেলউল্‌ফ, রাজা একবার্টের পুত্র
  • মড হার্স্ট - হেলগা, ফ্লোকির স্ত্রী
  • গাইয়া ওয়েস - থুরন, মুক্ত ক্রীতদাসী ও বিয়োর্নের প্রেমিকা
  • জেফারসন হল - তোর্সটেইন, র‍্যাগনারের যোদ্ধা
  • জেনি জ্যাক - জুডিথ, নর্দামব্রিয়ার রাজকুমারী ও রাজা অ্যাইলার কন্যা
  • জন কাভানা - সিয়ার
  • স্টিভ ওয়াল - আইনার, প্রয়াত ইয়ার্ল সিগভাল্ড এবং সিডিবিতে ল্যাগার্থার প্রতিপক্ষ
  • ক্যাথাল ওহালিন - ভিৎসার্ক, র‍্যাগনার ও আসলগের দ্বিতীয় পুত্র
  • করম্যাক মেলিয়া - উবা, র‍্যাগনার ও আসলগের প্রথম পুত্র
  • ফিলিপ ওসুলিভান - বিশপ এডমান্ড, রাজা একবার্টের দরবারের বিশপ
  • অ্যারন মোনাগান - রাজকুমার বার্গ্রেড, রাজকুমারী কুয়েনত্রিথের ছোট ভাই
  • এডভিন এন্ড্রে - এরলান্ডার, রাজা হরিকের পুত্র
  • জর্জিয়া হার্স্ট - তোর্ভি, প্রয়াত ইয়ার্ল বোর্গের স্ত্রী এবং বর্তমানে এরলান্ডারের স্ত্রী
  • গ্রেগ ওর্ভিস - আর্ল সিগফ্রিড, প্যারিস অবরোধে ভাইকিং কমান্ডারদের একজন
  • ফ্রাঙ্কি ম্যাক্যাফার্টি - সিনিরিক, বহুভাষী পর্যটক
  • ওয়েন রো - প্যারিসের কাউন্ট ওডো
  • মরগান পোলান্‌স্কি - পশ্চিম ফ্রাঙ্কিয়ার রাজকুমারী গিসলা, সম্রাট শার্লের কন্যা[৪]
  • হু পার্মেন্টার - রোলান্ড, কাউন্ট ওডোর ফার্স্ট-ইন-কমান্ড এবং তেরেসের ভাই
  • মার্ক হুবারম্যান - লুই, প্যারিসের একজন সৈনিক
  • ক্যারেন হাসান - তেরেস, রোলান্ডের বোন এবং কাউন্ট ওডোর প্রণয়প্রার্থী

পর্বের তালিকা[সম্পাদনা]

সামগ্রিক
নং.
মৌসুমে
নং.
শিরোনামপরিচালকলেখকমূল সম্প্রচারের তারিখ
২০"মার্সেনারি"কেন গিরোট্টিমাইকেল হার্স্ট১৯ ফেব্রুয়ারি ২০১৫ (2015-02-19)
২১"দ্য ওয়ান্ডেরার"কেন গিরোট্টিমাইকেল হার্স্ট২৬ ফেব্রুয়ারি ২০১৫ (2015-02-26)
২২"ওয়ারিয়র্স ফেট"জেফ উলনফমাইকেল হার্স্ট৫ মার্চ ২০১৫ (2015-03-05)
২৩"স্কেয়ার্ড"জেফ উলনফমাইকেল হার্স্ট১২ মার্চ ২০১৫ (2015-03-12)
২৪"দি ইউসার্পার"হেলেন শেভারমাইকেল হার্স্ট১৯ মার্চ ২০১৫ (2015-03-19)
২৫"বর্ন অ্যাগেইন"হেলেন শেভারমাইকেল হার্স্ট২৬ মার্চ ২০১৫ (2015-03-26)
২৬"প্যারিস"কেলি মেকিনমাইকেল হার্স্ট২ এপ্রিল ২০১৫ (2015-04-02)
২৭"টু দ্য গেটস!"কেলি মেকিনমাইকেল হার্স্ট৯ এপ্রিল ২০১৫ (2015-04-09)
২৮"ব্রেকিং পয়েন্ট"কেন গিরোট্টিমাইকেল হার্স্ট১৬ এপ্রিল ২০১৫ (2015-04-16)
২৯১০"দ্য ডেড"কেন গিরোট্টিমাইকেল হার্স্ট২৩ এপ্রিল ২০১৫ (2015-04-23)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Take 5 Productions — Vikings"take5productions.ca। ১৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  2. "VIKINGS Tops The Ratings With 8.3 Million Viewers"। আইরিশ ফিল্ম বোর্ড। মার্চ ৫, ২০১৩। এপ্রিল ৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  3. টার্নবো, টিনা (মার্চ ১৮, ২০১৩)। "Reflections of a Viking by Clive Standen"হাফপোস্ট। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  4. "Breaking News - "Vikings" - History's Hit Drama Series Sails Again for Season Three Thursday, February 19 at 10 p.m."। দ্য ফুটন ক্রিটিক। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]