ব্ল্যাক ডেভিল (সিগারেট)
পণ্যের ধরন | সিগারেট |
---|---|
মালিক | হিপিঙ্ক ও ব্লুম্যান |
দেশ | নেদারল্যান্ডস |
ব্ল্যাক ডেভিল হল একটি ডাচ ব্র্যান্ডের সিগারেট, যা বর্তমানে হিউপিঙ্ক ও ব্লোমেনের মালিকানাধীন এবং উৎপাদিত।[১][২] ব্র্যান্ডটি বিশেষ করে কিশোর ধূমপায়ীদের মধ্যে জনপ্রিয়।
ফ্রান্সে
[সম্পাদনা]মার্চ ২০১০ থেকে, তরুণদের ধূমপানের বিরুদ্ধে লড়াই করার জন্য ফরাসি সরকার কর্তৃক ফ্রান্সে স্বাদযুক্ত সিগারেট আর বিক্রি করা যাবে না বলে ঘোষনা দেয়৷[৩] এইভাবে, সবচেয়ে ভালো স্বাদের চকলেট ভেরিয়েন্টটি ধূসর স্বাদে পরিণত হয়েছে এবং ফিল্টারটি আর চকোলেটের স্বাদের থাকে না। মার্কাটি ফ্রান্সের বাইরে স্বাদযুক্ত সিগারেট বিক্রি করে চলেছে।
বাজার
[সম্পাদনা]ব্ল্যাক ডেভিল সিগারেট নিম্নলিখিত দেশে বিক্রি হয়: বেলজিয়াম, নেদারল্যান্ডস, মোজাম্বিক, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, ইতালি, পোল্যান্ড, স্লোভেনিয়া, লাটভিয়া, রাশিয়া, স্পেন, ইজরায়েল, মায়ানমার, তাইওয়ান, মঙ্করা, দক্ষিণ কোরিয়া এবং জাপান। পূর্বে এটি পর্তুগাল ও বুলগেরিয়াতে বিক্রি হত।[২][৪][৫]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Producten - Heupink"। ২০২০-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১১।
- ↑ ক খ "BrandBlack Devil - Cigarettes Pedia"। www.cigarettespedia.com।
- ↑ « Interdites aux USA, les cigarettes aromatisées sont toujours vendues en France », destinationsante.com, 23 septembre 2009.
- ↑ "Black Devil"। www.zigsam.at।
- ↑ "Brands"। www.cigarety.by। ২০১৮-০৩-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৪।