বিষয়বস্তুতে চলুন

ব্ল্যাকস্টোনের মূলনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম ব্ল্যাকস্টোনের মূর্তি কনস্টিটিউশন এভেন এবং ৩য় সেন্ট এনডব্লিউ, ওয়াশিংটন, ডিসি-তে অবস্থিত।

ফৌজদারি আইনে, ব্ল্যাকস্টোনের মূলনীতি ( অথবা ব্ল্যাকস্টোনের ফর্মুলেশন) হল এই ধারণা যে:

" একজন নিরপরাধ ব্যক্তির সাজা ভোগের চেয়ে দশজন দোষী ব্যক্তিকে ছেড়ে দেওয়া উত্তম।"

যা প্রখ্যাত ইংরেজ আইনবিদ উইলিয়াম ব্ল্যাকস্টোন ১৭৬০ সালে প্রকাশিত কমেন্টারিস অন দ্যা ল'স অফ ইংল্যান্ড প্রবন্ধে প্রকাশ করেছেন।

এই মূলনীতিটি পরবর্তীকালে অ্যাংলো-স্যাক্সন বিচারব্যবস্থার একটি প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে এবং বর্তমানেও এটি সমানভাবে চর্চিত।

বহু শতাব্দী ধরে চলমান বিভিন্ন আইনি ঐতিহ্যের মধ্যেও অনুরূপ একটি ধারণা দেখতে পাওয়া যায়। নিরপরাধ ব্যক্তির রায় প্রদানের ক্ষেত্রে সরকার এবং আদালতের দোষীকে অব্যাহতি দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে— এই বার্তাটিই ব্ল্যাকস্টোনের মূলনীতিতে ধ্ববনিত হয়েছে।