ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang 'jigs med bstan 'dzin rgya mtsho) (১৯৫৩-১৯৮৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ আ-ম্দো-ঝ্বা-দ্মার (ওয়াইলি: a mdo zhwa dmar) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো ১৯৫৩ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের ম্দা'-ব্ঝি'ই-বা-রিন (ওয়াইলি: mda' bzhi'i ba rin) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কুন-ভো (ওয়াইলি: kun bho) এবং মাতার নাম ছিল ফ্যুগ-মো-ম্ত্শো (ওয়াইলি: phyug mo mtsho)। জন্মের পর তার পিতামহ তার নাম রাখেন ঝাল-দ্কার-স্ক্যাব্স (ওয়াইলি: zhal dkar skyabs)। ১৯৫৪ খ্রিষ্টাব্দে চতুর্দশ দলাই লামা তাকে ব্লো-ব্জাং-ব্শাদ-স্গ্রুব-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang bshad sgrub bstan 'dzin rgya mtsho) নামক পঞ্চম আ-ম্দো-ঝ্বা-দ্মার (ওয়াইলি: a mdo zhwa dmar) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন ও তার নতুন নাম রাখেন ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো। চার বছর বয়সে তাকে ধি-ত্শা-দ্পাল-মি-'গ্যুর-দ্গা'-ল্দান-ব্ক্রা-শিস-ছোস-স্দিংস বৌদ্ধবিহারে নিয়ে গিয়ে শিক্ষাদান শুরু করা হয়। সাম্যবাদী চীন সরকারের তিব্বত অধিগ্রহণ এবং সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি পশুচারণ করে জীবন অতিবাহিত করতে বাধ্য হন। ১৯৮০-এর দশকে তিনি পুনরায় ধি-ত্শা-দ্পাল-মি-'গ্যুর-দ্গা'-ল্দান-ব্ক্রা-শিস-ছোস-স্দিংস বৌদ্ধবিহারে ফিরে এসে পুনরায় ধর্মশিক্ষা লাভ করেন এবং শ্রমণের শপথ গ্রহণ করেন। ১৯৮৭ খ্রিষ্টাব্দে চৌত্রিশ বছর বয়সে তার মৃত্যু হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Namgyal, Tsering (জানুয়ারি ২০১৩)। "The Sixth Amdo Zhamar, Lobzang Jigme Tendzin Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৮ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-ব্শাদ-স্গ্রুব-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো
ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো
ষষ্ঠ আ-ম্দো-ঝ্বা-দ্মার
উত্তরসূরী
--