ব্যবহারকারী আলাপ:Tnmymkhrg

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্তঃউইকি সংযোগ[সম্পাদনা]

আপনি মাটি নিবন্ধের নিচে [[en:Soil]] যোগ করলে তা "মাটি" নিবন্ধের ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধটিতে সংযোগ পেয়ে যাবে। বাদবাকি ভাষার নিবন্ধ বট এ্যাকাউন্ট (রোবট) স্বয়ংক্রীয়ভাবে যোগ করে দিবে। মাটি নিবন্ধটি ইতোমধ্যেই ইংরেজি উইকির সাথে সংযুক্ত। নিবন্ধের একেবারে বামে অন্যান্য ভাষাসমূহ অংশে আপনি তা দেখতে পাবেন। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৪২, ১৬ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় Tnmymkhrg (আপনার পরিচিতিটা আপনার ব্যবহারকারী পাতায় লিখলে আপনার নামটা বুঝতে পারতাম। আপনার ব্যবহারকারী নাম থেকে প্রকৃত নামটা বুঝতে পারছি না), আপনার জন্য ছোট্ট একটা পরামর্শ:
  • সম্প্রতি আপনি লাভা নিবন্ধটি তৈরি করেছেন। নিবন্ধে আপনি বিভিন্ন টার্মের আন্তঃউইকি সংযোগ বসিয়েছেন URL ব্যবহার করে। যেমন: shear thinning-কে আপনি http://en.wikipedia.org/wiki/Shear_thinning লিংকে সংযোগ দিয়ে দেখিয়েছেন। সাধারণত বাংলা নিবন্ধে ইংরেজি নিবন্ধের সাথে এভাবে সংযোগ দেয়া হয়না। আমরা কেবলমাত্র বাংলা উইকিপিডিয়ারই অন্য নিবন্ধে সংযোগ দিই, যা দুটো তৃতীয় বন্ধনী দিয়ে দেয়া হয় ([[নিবন্ধ]])। আপনার যদি মনে হয় কোনো টার্মের ব্যাপারে অপর উইকিপিডিয়ান বা ব্যবহারকারীর জন্য তথ্য রাখতে চান, তাহলে আপনি ঐ নিবন্ধের আলাপ পাতায় বিষয়টি লিখে রাখতে পারেন যে, shear thinning বিষয়ে ইংরেজি উইকিপিডিয়ার অমুক নিবন্ধটি দেখা যেতে পারে। ভিসুভিয়াসের যেখানে বাংলা উইকিতে নিবন্ধ আছে, সেখানে ইংরেজি উইকির নিবন্ধের সংযোগ প্রয়োজন নেই। পাঠকের প্রয়োজন হলে ভিসুভিয়াস নিবন্ধে গিয়ে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধের লিংক পেয়ে যাবেন।
  • নিবন্ধটা এখন অসম্পূর্ণ পর্যায়ে আছে। আরো তথ্য যোগ করে নিবন্ধটিকে সম্পূর্ণ করার আহ্বান থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩২, ১৯ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]