ব্যবহারকারী আলাপ:Sirajuljony

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Sirajuljony কর্তৃক ৬ বছর পূর্বে "ক্রেডিট কার্ডের মতো কম্পিউটার" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ক্রেডিট কার্ডের মতো কম্পিউটার[সম্পাদনা]

কোনো এক সময় পুরো ঘরজুড়ে থাকত একটি কম্পিউটার, আর এখন পকেটে। টেকনোলজির যুগ নিত্য নতুন কিছু না কিছু আবিষ্কার হচ্ছে। এবার চিপ নির্মাতা সংস্থা ইনটেল নিয়ে এসেছে ক্রেডিট কার্ড সাইজের ‘কম্পিউটার কার্ড’। এতে রয়েছে ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ, বিল্ট-ইন এসি ৮২৬৫ ওয়্যারলেস নেটওয়ার্কিং এবং ব্লুটুথ 4.2 কানেকশান। প্রসেসর, মেমোরি, স্টোরেজ এবং সংযোগ নিয়ে চারটি ভার্সনে রয়েছে এই পকেট সাইজের কম্পিউটার। Sirajuljony (আলাপ) ১৮:০০, ২৫ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন