ব্যবহারকারী আলাপ:Sakib mahfuz

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

লোক প্রশাসনের সঠিক ধারণা[সম্পাদনা]

'Public Administration' সংক্ষেপে 'Public Add.' বাংলায় বললে 'লোক প্রশাসন'। লোক প্রশাসন সাবজেক্টটি সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই। আবার অনেকেই এই তুমুল সম্ভাবনাময়ী সাবজেক্টটি সম্পর্কে অনেক ভুল ধারনা নিয়ে বসে থাকেন, সঠিক জিনিসগুলো আমরা জানি না। না জানাটাই স্বাভাবিক, কেননা এই সাবজেক্টটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই। নেই কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোনো কলেজেও এটি অধ্যয়ন করা হয় না। শুধুমাত্র যেসব বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন সাবজেক্ট রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা ও এই সাবজেক্ট সংক্রান্ত বিশেষজ্ঞরা বাদে অন্যদের এই সাবজেক্ট সম্পর্কে ধারনা একদমই কম। লোক প্রশাসন সাবজেক্টটি বাংলাদেশের কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের (Faculty of Social Science) উচ্চ পর্যায়ের সাবজেক্ট হিসেবে গণ্য হয়ে থাকে। এই Subject থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা BSS (Bachelor of Social Science) এবং স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীরা MSS (Master of Social Science) ডিগ্রিপ্রাপ্ত হন। শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়েও রয়েছে এর বিশেষ কদর। তাই এই বিষয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা সকলের কাছে একটু অন্যরকম দৃষ্টিতে থাকে এবং আলাদা সম্মান পায়। বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাদের বিচরণ লক্ষ্যনীয়। আমরা যারা এই সাবজেক্টের ছাত্র তারাও আরেকবার আমাদের সম্ভাবনাগুলো দেখে নিতে পারি। সরকারের Policy Planning থেকে Policy Formulation, সরকারি প্রশাসনের রক্ষনাবেক্ষন ও ম্যানেজমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান, আইন ইত্যাদি হচ্ছে লোক প্রশাসনের ফোকাস এরিয়া। সহজ কথায় বলতে গেলে লোক প্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে সরকার এবং সরকারের সার্বিক কার্যক্রম। সরকারী কার্যক্রমের এমন কোন বিশেষ জায়গা নেই যেটি লোক প্রশাসনের আলোচ্য বিষয়ের বাহিরে। এর পরিধি অনেকটা বিস্তৃত। যেহেতু এটি একটি Multidimensional Subject সেহেতু এখানে Non major course হিসেবে পড়ানো হয় : English Language, Fundamentals of Economics, Sociology, Application of Computer, Principles of Accounting, Human Resource Management (HRM) etc. সুতরাং বুঝাই যাচ্ছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। একটি প্রবাদ আছে, ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা দেশ বানায়, মেডিকেলের ছাত্ররা দেশ বাঁচায় আর লোক প্রশাসনের ছাত্ররা দেশ চালায় যাদের কিনা বলা হয় 'Navigators of the Nation'। Public Administration বা লোক প্রশাসন সাবজেক্টের নামে একটি মন্ত্রণালয় আছে এবং সেই জনপ্রশাসন মন্ত্রনালয়ে (Ministry of Public Administration) লোক প্রশাসন পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে লোভনীয় পদে চাকুরীর সুযোগ। ঢাকার অদূরে সাভারে অবস্থিত Bangladesh Public Administration Training Centre (BPATC) [যেখানে বিসিএস এডমিন ক্যাডারদের মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়] সেখানেও রয়েছে এই সাবজেক্টের শিক্ষার্থীদের চাকুরির সুযোগ। এছাড়া বিশেষ সুযোগ রয়েছে সরকারি কর্ম কমিশন তথা PSC তে। বিসিএসে যতগুলো ক্যাডার রয়েছে এর মধ্যে প্রশাসন, পুলিশ সহ অন্যান্য সিভিল সার্ভিস ক্যাডারে চাকরি পায় এ বিভাগের ছাত্রছাত্রীরা। বর্তমানে দেশে বিভিন্ন সচিবালয়ে কর্মরত উচ্চপদস্থ বহু সচিব এই লোক প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র। এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি প্রতি­ষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশাসন, প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিভাগে তাঁরা অগ্রাধিকার পেয়ে থাকেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানী, মানবাধিকার সংস্থা,বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, ব্যাংক, বিমা, বিভিন্ন এনজিওতে এ বিভাগের ছেলেমেয়েরা ভালো বেতনে কাজ করছেন। অনেকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় চাকরি করছেন। দেশের বাইরে যেমন যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডাসহ বিভিন্ন দেশে এ বিভাগের ডিগ্রিধারীরা এখন ভালো বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন। তাছাড়া বিসিএস প্রশাসন পাওয়া ক্যাডাররা সরকারিভাবে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যখন যায় তখন কিন্তু লোক প্রশাসনের উপরই পড়তে যায়। প্রতিটা সেক্টরই মোটামুটিটিভাবে এই সাব্জেক্টের জন্য উন্মুক্ত। হাসপাতালে জব করবেন? তাও আছে প্রশাসনিক কর্মকর্তা নামে সুন্দর একটি পদ। বাইরে যাবেন? লোক প্রশাসন নিয়ে প্রায় সবগুলো দেশেই যাওয়া যায়। বিসিএস? এখনো লোক প্রশাসনের শিক্ষার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। রেডিও টেলিভিশন? এখানেও লোক প্রশাসনের শিক্ষার্থীরা দখল করে রেখেছে । প্রাইভেট সেক্টরে প্রায় প্রতিটা কোম্পানীতেই HR Officer নামে রয়েছে সম্মানীয় পদ, যেখানে apply করলে লোক প্রশাসন আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অর্থাৎ প্রায় সব ক্ষেত্রেই লোক প্রশাসনের শিক্ষার্থীদের জন্য রয়েছে যথেষ্ট সুযোগ । এজন্যই বিশিষ্ট লোক প্রশাসনবিদরা বলেন 'দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ লোক-প্রশাসনের আওতাভুক্ত'। লোক প্রশাসন সাবজেক্টের কয়েকজন সাবেক শিক্ষার্থীর পরিচয় এখানে উল্লেখ করা যেতে পারে যারা এই সাবজেক্ট থেকে পড়াশুনা করে আজ সাফল্যের সাথে কর্মজীবন অতিবাহিত করছেন বা করেছেন। যারা লোক প্রশাসনের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অনুরাগীদের কাছে অনুপ্রেরণার মশাল হতে পারেন।

১. সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে Public Administration সাবজেক্ট নিয়ে Post graduation কমপ্লিট করেন। তিনি বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

২. বান কি মুন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে ১৯৮৫ সালে লোকপ্রশাসনে Post graduation ডিগ্রি লাভ করেন৷ যিনি সারা পৃথিবীর অভিভাবক সংস্থা তথা জাতিসংঘের ৮ম মহাসচিব হিসেবে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৯ বছর দায়িত্ব পালন করেন।

ভালো থাকুক লোক প্রশাসন পরিবারের সকল সদস্য যাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর পৃথিবী। Sakib mahfuz (আলাপ) ১৮:৩৯, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]