ব্যবহারকারী আলাপ:SM Saif

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

আমি মারা গেলে[সম্পাদনা]

এক অদ্ভূতুড়ে আবেগের প্ররোচনায় এই ভরদূপুরে আকাশ দেখছিলাম। একটানা আকাশ দেখার সামর্থ্য আর নেই, মাঝে মাঝে সেখানে ফেসবুক এসে যায়। সেই ফেসবুক ধরে সরকার মিয়াদ সাইফ এলেন। তাঁর ওসিয়তনামা এই ভরদুপুরবেলা ভূতের ঢিল হয়ে এসে পড়লো মগজে ও মননে... ওসিয়তনামা : আমি মারা গেলে .......

আমি মারা গেলে দয়া করে কেউ শোক করবেন না। চোখের পানি ফেলবেন না। প্রেমিকার হাত শক্ত করে ধরে রেখে আলতো করে চুৃমু খাবেন অদূরবর্তী ঠোঁটে আর বলবেন এস. এম. সাইফ ছিল আসলে হার্ট ইঞ্জিনিয়ার । তাঁর সৌজন্যে এই চুম্বন উৎসর্গ করা হলো। .

প্রেমিকার অনুপস্থিতে নিসঙ্গ কোন যৌনকর্মীর হাতে গুঁজে দিয়ে কিছু পুষ্প ও টাকা; বলবেন, ভালবেসে দিলাম, আজ রাতে ঘরে যাও মধুমিতালি, বিশ্রাম করো। কারণ শহরের প্রতিটা গলিতে, সড়কে হাঁটতো সে সন্তুষ্ট মুখ দেখার আশায়। এস. এম. সাইফ আসলে দোযখের মধ্যে মোমবাতি জ্বালাতে চেয়েছিল। . আমি মারা গেলে কেউ শোক করো না। কারণ দেখবে ততক্ষণে ম্যাটারনিটি হাসপাতালের লেবার রুমে কোন না কোন সরকার মিয়াদ সাইফ জন্ম নিয়েছে .... Heart Engineer SM Saif (আলাপ) ১৫:৫৯, ২৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]