ব্যবহারকারী আলাপ:Rashid.naim

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় Rashid.naim, উইকিপিডিয়াতে আপনাকে   Crystal Clear app ksmiletris.png   স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল  Crystal Project Ksokoban.png  আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর Button sig.png চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 

--দায়ীন(আলাপ)/(অবদান) ১৬:২৩, ২৪ নভেম্বর ২০০৭ (UTC)

রমেশ শীল[সম্পাদনা]

চালিয়ে যান নাঈম ভাইয়া --তারিফ এজাজ ১০:০৯, ৯ ডিসেম্বর ২০০৭ (UTC)

তথ্যসূত্র[সম্পাদনা]

লাইনের শেষে রেফারেন্স যোগ করতে লাইনের শেষে <ref>রেফারেন্স</ref> যোগ করুন এবং নিবন্ধের শেষে তথ্যসূত্র অনুচ্ছেদে <references/> যোগ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:০৯, ৯ ডিসেম্বর ২০০৭ (UTC)

চমৎকার!!! চালিয়ে যান।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৬, ১২ ডিসেম্বর ২০০৭ (UTC)

অভিনন্দন[সম্পাদনা]

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত রমেশ শীল নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ১৮ ডিসেম্বর ২০০৭ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

ধন্যবাদ নাঈম ভাই, ভবিষ্যতে তথ্যবহুল এমন আরো লেখা আশা করছি। --তারিফ এজাজ ০২:৩২, ২০ ডিসেম্বর ২০০৭ (UTC)

টিপ্‌স[সম্পাদনা]

নতুন নিবন্ধ তৈরির সময় ন্যূনপক্ষে নিচের জিনিসগুলি করুন:

  1. শিরোনাম গাঢ় অক্ষরে লিখুন। বই বা চলচ্চিত্র হলে শিরোনাম গাঢ় ও বাঁকা করুন।
  2. শিরোনামের ঠিক পরেই ইংরেজি পরিভাষা বন্ধনীতে এভাবে দিন: (ইংরেজি ভাষায়: English Name)।
  3. একটি ভূমিকা অনুচ্ছেদ দিন।
  4. বই বা চলচ্চিত্রের নাম নিবন্ধের ভেতরে সর্বত্র বাঁকা করে লিখুন।
  5. বিষয়শ্রেণী যোগ করুন। কোন বিষয়শ্রেণীর সংযোগ যদি লাল দেখায়, তবে এটিকে কোন অধি-বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।
  6. ইংরেজি উইকিতে এই বিষয়ের কোন নিবন্ধ আছে কি না চেক করে নিয়ে ইংরেজি আন্তঃউইকি সংযোগ দিন। শুধু ইংরেজিটা দিলেই চলবে, বাকী ভাষারগুলি রোবট সফটওয়্যার করে দেবে।--অর্ণব (আলাপ | অবদান) ০৩:২৪, ৫ জানুয়ারি ২০০৮ (UTC)

শেষ করা যাক[সম্পাদনা]

কবিয়াল রমেশ শীলের ছবি চাটগাঁর কোনো ছবি তুলিয়ের কাছে থাকতে পারে। এছাড়া কয়েক বছর আগে তার ওপর একটা মোটা বই বের হয়েছিল। আছে নাকি কারো কাছে? নাইম, এই মাসে এই নিবন্ধকে Feature Article বানানো আপনার জন্য আমার চ্যালেঞ্জ। হেরে গেলে Captains-এ খাওয়াবো। Munirhasan ১৫:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)