ব্যবহারকারী আলাপ:Niloy Sundorom

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিলয় সুন্দরমঃ এই নামে লেখালেখি করলেও পারিবারিক বা একাডেমিক নাম মোঃ আক্তার হুসেন।১৯৮৪ সালের ২২শে আগস্ট কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা থানার অন্তর্গত বলীঘর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশার পাশাপাশি হোমিওপ্যাথিক ডাক্তারি পেশা থেকেও অবসর নিয়েছেন আর মা রৌশনারা বেগম বরাবরের মতোই একজন গৃহিণী। ব্যক্তিজীবনে মোঃ আরফাত হোসেন (নির্ঝর) ও মোঃ আরমান হোসেন (নিয়ন) নামের দুই পুত্র সন্তানের বাবা এবং স্ত্রী নাছরিন আক্তার (নার্গিস) শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।

নিলয় সুন্দরম নিজ গ্রামের বলীঘর হুজুরী শাহ্ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও শ্রীকাইল কলেজ থেকে এইচএসসি পাস করার পর সরকারি তিতুমীর কলেজ থেকে রসায়ন বিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ করার পাশাপাশি বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে মানব সম্পদ ও প্রশাসন বিভাগে কর্মরত আছেন।

তবে ছোটবেলা থেকেই আঁকাআকি ও লেখালেখির প্রতি তিনি আসক্ত ছিলেন।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]