ব্যবহারকারী আলাপ:Nazim-K
আলোচনা যোগ করুনসুপ্রিয় Nazim-K! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৩:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) |
আলোচনা না করে সমস্ত বিষয়বস্তু মুছে ফেলায় আপত্তি
[সম্পাদনা]প্রিয় Nazim-K,
আপনি চিত্র:Replace this image female bn.svg ছবির সমস্ত বিষয়বস্তু বিনা আলোচনায় মুছে দিয়েছিলেন। যেহেতু বাংলা উইকিতে এইটি আপনার প্রথম সম্পাদনা, তাতে ধরে নিচ্ছি আপনি বাংলা উইকির নিয়ম কানুন সম্বন্ধে আবগত নন বলেই হয়তো করে ফেলেছেন। এখানে আলোচনা না করে সম্পূর্ণ বিষয়বস্তু কখনো মুছে ফেলবেন না। মনে রাখবেন, বাংলা উইকি বহু মানুষের অবদান। আপনার কোন বিষয়বস্তু সম্বন্ধে যদি আপত্তি থাকে, বা যদি মনে হয় বিষয়বস্তুটি মুছে ফেলা অত্যন্ত জরুরী, তবে ঐ নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। ঠিক দেখতে পাবেন, কেউ না কেউ আপনার উদ্বেগকে প্রশমিত করবেন। এবার চিত্র:Replace this image female bn.svg সম্বন্ধে বলি, ঐ চিত্রটি এইকারণে তৈরী করা হয়েছে, যাতে যদি কোন মহিলা সম্বন্ধীয় নিবন্ধে সেই মহিলার কোন ছবি না থাকে, তাহলে ঐ চিত্রটি দিয়ে ব্যবহারকারীদের কাছে অনুরোধ করা যায়, যাতে তাঁরা কোন উপযুক্ত ছবি ওখানে যোগ করতে পারেন। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ০৫:০২, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)