ব্যবহারকারী আলাপ:Najim40

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 0NAZIM0 কর্তৃক ২ বছর পূর্বে "পরিচিতি" অনুচ্ছেদে

পশ্চিম বড় বেতুয়া হযরত ওমর(রাঃ)ইসলামী পাঠাগার।

👉 পশ্চিম বড় বেতুয়া,দাঁতমারা ভুজপুর,ফটিকছড়ি,চট্টগ্রাম,বাংলাদেশ।

👉মোভমেন্ট:এটি একটি সম্পুর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন।

👉 প্রতিষ্ঠাকালঃ-১৪এ ফেব্রুয়ারি ২০১৪ইং।রোজঃ শুক্রবার। সকাল ১০টায়। অত্র সংগঠনের সভাপতির বাড়িতে ৮জন সদস্যের এর উপস্থিতিতে সংগঠনটির পরিচালনা শুরু হয়েছে।

👉লক্ষ্য:-শিক্ষার্থীদেরকে আদর্শবান তৈরি করার মধ্য দিয়ে সমাজ থেকে কুসংস্কার ও শিরক বেদাত অপসারণ করে এবং সমাজ সেবাই নিয়োজিত থেকে ইসলামী মুল্যবোধ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।

👉উদ্দেশ্য :- আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে: কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
  • উইকিপিডিয়ার বর্তমান লক্ষ্যগুলোর অন্যতম হলো আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যে-কোনো একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • কি-বোর্ডের Alt + Shift + X চাপুন, বা ‘অজানা যে-কোনো পৃষ্ঠা’ লিঙ্কে ক্লিক করুন। যে-কোনো একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সাহায্য নিতে পারেন। এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করুন।
  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ সম্পর্কিত দিকনির্দেশনাগুলো পড়ে নিন।
  • উইকিপিডিয়ানদের সাথে আলাপ করতে তাঁদের আলাপ পাতা ব্যবহার করুন অথবা সরাসরি চ্যাটের সুবিধা নিতে পারেন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবেন। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক সম্পর্কিত পাতার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের স্বাক্ষর আইকন চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে অভ্যর্থনা কমিটির যে-কোনো সদস্যকে প্রশ্নটি করুন, বা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্নটি লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!

বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৬:০৯, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৬:০৯, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

movement[সম্পাদনা]

j Najim40 (আলাপ) ১৪:০০, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরিচিতি[সম্পাদনা]

কিছু না 0NAZIM0 (আলাপ) ১৭:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন