বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Mujibboksh

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mujibboksh কর্তৃক ৮ বছর পূর্বে "ফিলিস্তিন" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

ফিলিস্তিন

[সম্পাদনা]

ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা সীমান্তে ছয় ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। বর্বর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে আহত হয়েছে আরো অন্তত ১৭ ফিলিস্তিনি।


শহীদ ছয় ফিলিস্তিনি তরুণের মধ্যে চারজনের নাম হিশাম মুহসেন, আহমেদ আল-হিরবাউয়ি, শাদি দাওলা এবং আবেদ আল-ওয়াহিদি। এই চারজনেরই বয়স ২০ বছর। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, গাজা-ইসরাইল সীমান্তে প্রতিবাদকারী জনতার উপর দখলদার সেনারা সরাসরি গুলি চালালে ছয় ফিলিস্তিনি শহীদ ও অপর ১৭ জন আহত হয়। ইসরাইলি সেনারা দাবি করেছে, প্রায় ২০০ ফিলিস্তিনি গাজা সীমান্তে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে তারা গুলিবর্ষণ করে এর জবাব দেয়।


এর আগে গাজার একটি মসজিদে আজ (শুক্রবার) জুমার নামাজের খোতবায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরাইল বিরোধী ইন্তিফাদা গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, একমাত্র ইন্তিফাদার মাধ্যমে ফিলিস্তিনি জনগণ স্বাধীনতা অর্জন করতে পারবে।# Mujibboksh (আলাপ) ০৩:৪৭, ১২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন