ব্যবহারকারী আলাপ:Mubarak Ullah Rayhan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

জুন 2022[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন জোবাইদা খাতুন, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। আপনি ভুল নামে পাতা তৈরি করছিলেন। আমি টা স্থানান্তর করে দিয়েছি । দয়া করে ইংরেজি উইকিপিডিয়া থেকে ভাবানুবাদ করুন ।নোমান(আলাপ) · (অবদান) ১৮:৩৮, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে। Mubarak Ullah Rayhan (আলাপ) ১৮:৪০, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mubarak Ullah Rayhan কোনো অসুবিধা হলে বা কোনো প্রয়োজন হলে আমাকে নিঃসন্দেহে জানাতে পারেন।নোমান(আলাপ) · (অবদান) ১৮:৪৪, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত জানতে চাই![সম্পাদনা]

আসসালামু আলাইকুম ভাই! অবশেষ আমি পুরো ইংরেজি নিবন্ধটি বাংলা অনুবাদ করে সম্প্রসারিত করে একটি পূর্ণ নিবন্ধ তৈরী করার চেষ্টা করেছি। উইকিপিডিয়ায় আমার প্রথম নিবন্ধ লিখেছি। কোনো ভুলক্রুটি আছে কি না জানাবেন এবং কীভাবে শুধরাতে পারি তাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমি এই নিবন্ধটি অনুবাদ করতে পারতাম না।

নিবন্ধ লিংকঃ https://bn.wikipedia.org/wiki/%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A6%E0%A6%BE_%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8?wprov=sfla1

Mubarak Ullah Rayhan (আলাপ) ২০:০৬, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মো. আব্দুল্লাহ আল নোমান: মেহেদী আবেদীন ২০:১৪, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mubarak Ullah Rayhan হ্যাঁ ভাইয়া অনেক ভালো হয়েছে। প্রথম নিবন্ধ হিসেবে অনেক ভালো করেছেন!!তবে বার্তা দেওয়ার জন্য অবশ্যই পিং করবেন।নাহলে বার্তা পৌঁছায় না।পিং করার নিয়ম: {{পিং|ব্যবহারকারী:নাম}} ।নামের স্থানে যাকে বার্তা দিতে চান তার পাতার নাম দিতে হয়।আর তথ্যসূত্র যোগ করার নিয়ম জানতে এটি দেখুন। কোনো সমস্যায় পড়লে জানাবেন। ধন্যবাদ।—নোমান(আলাপ) · (অবদান) ২০:২২, ৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, ইদ মোবারক আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের। আপনার এবারের ইদ কাটুক আনন্দে, সে আশাই ব্যক্ত করছি। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা ১টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় ৫৬টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৫:০২, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]