ব্যবহারকারী আলাপ:Mahmudul Faruk
আলোচনা যোগ করুনবাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
[সম্পাদনা]সুপ্রিয় Mahmudul Faruk! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১২:০২, ২১ জুলাই ২০২০ (ইউটিসি) |
--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১২:০২, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]চিত্রগ্রাহকের পদক | |
humanity
MD Mahmudul Hasan Faruk (আলাপ) ১৫:৫৪, ২ জুন ২০২১ (ইউটিসি) |
নিজের সম্পর্কে তথ্য যুক্ত করা
[সম্পাদনা]সুধী, আপনি উইকিপিডিয়াতে নিজের সম্পর্কে তথ্য ও ছবি দিয়ে আপনার ব্যবহারকারী পাতা সাজাচ্ছেন। উইকিপিডিয়া আসলে ব্লগ বা সামাজিক যোগাযোগের মাধ্যম নয় এবং এখানে নিজের প্রচারণা একেবারেই নিষিদ্ধ। এছাড়া, আপনি ব্যবহারকারী:MD Mahmudul Hasan Faruk নামে আরো একটি অ্যাকাউন্ট তৈরি করে সেটিতেও একই কাজ করছেন। কিছু সীমিত ক্ষেত্র ব্যতীত একাধিক অ্যাকাউন্ট ব্যবহারও নিয়মের পরিপন্থি। এছাড়া, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের প্রচারণা চালানো একেবারেই নিষিদ্ধ। আমি আপনার ‘MD Mahmudul Hasan Faruk’ অ্যাকাউন্টটিতে বাধা প্রদান করছি কিন্তু এই অ্যাকাউন্টে আপনি সম্পাদনা করতে পারবেন। যদি কিছু না বুঝে থাকেন কীভাবে উইকিপিডিয়াতে সম্পাদনা শুরু করতে হয় তাহলে প্রশ্ন করতে পারেন। এছাড়া, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় এই পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৩, ২ জুন ২০২১ (ইউটিসি)