ব্যবহারকারী আলাপ:Joydev09

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Arindam Maitra কর্তৃক ৭ বছর পূর্বে "প্রসঙ্গ হামফ্রে ডেভি" অনুচ্ছেদে

যুদ্ধমন্ত্রী আলাপ ০১:২৪, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ হামফ্রে ডেভি[সম্পাদনা]

সুপ্রিয় জয়দেব,

আপনি বিজ্ঞানের কয়েকটি বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় যে নতুন নিবন্ধগুলিতে হাত দিয়েছেন, তার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। তবে আপনার সদ্যসৃষ্ট একটি নিবন্ধ হামফ্রে ডেভি উপলক্ষ করে কয়েকটি কথা বলতে চাই। বাংলা উইকিপিডিয়ার ন্যুনতম মানরক্ষার্থে অনুসৃত নীতি হল, যেকোনও নিবন্ধের মূল লেখার আয়তন কমপক্ষে ১৫০০ বাইটের চেয়ে বেশি হতে হবে, নচেৎ তা অতি সংক্ষিপ্ত নিবন্ধ হিসেবে চিহ্নিত হবে এবং অবিলম্বে সম্প্রসারিত না হলে অপসরণযোগ্য বলে বিবেচিত হবে। আর নিবন্ধে উল্লিখিত তথ্যকে অবশ্যই নির্দিষ্ট তথ্যসূত্র উল্লেখ করে সমর্থন করতে হবে। আপনার এই নিবন্ধটি এখনও পর্যন্ত এই দু'টি ক্ষেত্রেই সেই মান ছুঁতে পারেনি। আপনি নিশ্চয়ই এই বিষয়টি খেয়ালে রাখবেন আশা করি। আর সময় নেবার প্রয়োজন হলে নিবন্ধের একেবারে উপরে

ট্যাগ যোগ করে রাখুন। তাহলে সবাই বুঝতে পারবেন, নিবন্ধটি নিয়ে কাজ চলছে। আন্তরিক শুভকামনাসহ-- Arindam Maitra (আলাপ) ০৩:০৮, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন