ব্যবহারকারী আলাপ:Joydeb Guin

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৮:৩৪, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পানি জল জল পানি একই[সম্পাদনা]

সুধী, আমি লক্ষ্য করলাম আপনি খাদ্য নিবন্ধে সমস্ত পানিকে জল করে দিয়েছেন। আপনার জ্ঞাতার্থে উইকিপিডিয়ায় উভয় শব্দই গ্রহণযোগ্য; কিন্তু একে অপরের পারস্পরিক রূপান্তর গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোনো নিবন্ধের শুরুতে যদি জল থাকে, তবে জলই থাকবে। যদি পানি থাকে পানিই রাখতে হবে। পানিকে জল, জলকে পানি করা যাবে না। উইকিপিডিয়ার সম্প্রদায় অনেক আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আশা করি আপনি এবং সবাই সম্প্রদায়ের ঐকমত্য এবং অন্যের ভাষারীতিকে সম্মান জানিয়ে উইকিপিডিয়াকে এগিয়ে নেবেন। শুভেচ্ছা ও ঈদ মোবারক। — Meghmollar2017আলাপ০৫:৪২, ১৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]