ব্যবহারকারী আলাপ:Jamil Ashraf Khan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

"জামিল আশরাফ খান" নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় জামিল,

আপনি সম্ভবত নিজের সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, প্রথমত, উইকিপিডিয়ায় স্বার্থের সাথে সংঘাতপূর্ণ কোনো বিষয়ে লেখা বা মন্তব্য করা অনুৎসাহিত করা হয় এবং কিছু ক্ষেত্রে না নিষিদ্ধও বটে। এজন্য আপনার সম্পর্কে নিবন্ধ আপনি তৈরি করতে বা সেখানে অবদান রাখতে পারেন না। দ্বিতীয়ত, আপনার নিবন্ধটি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মাপকাঠি অনুসারে প্রকাশযোগ্য নয়। আপনার প্রদানকৃত তথ্যসূত্রগুলো দূর্বল ও অগ্রহণযোগ্য। প্রথম সূত্রটির লেখক আপনি নিজেই, আরেকটি ব্লগ থেকে গৃহীত যা নিজেই গ্রহণযোগ্য সূত্র নয়। উল্লেখযোগ্যতা প্রমাণে উল্লেখযোগ্য তৃতীয় পক্ষের গ্রহণযোগ্য সূত্র প্রয়োজন যা আপনার নিবন্ধে স্থান পায়নি। এছাড়াও একজন প্রশাসক নিবন্ধটি মুছে ফেলার পর আপনি তা নতুন করে তৈরি করেছেন যা উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী। অনুগ্রহ করে অপসারণের কারণ ঠিক না করে নতুন করে নিবন্ধ তৈরি করবেন না। ধন্যবাদ। — তানভির১৪:১৪, ৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বার বার মুছে ফেলা পাতা সৃষ্টি করলে উইকিপিডিয়ার নীতিমালা অনুযায় আপনাকে সম্পাদনায় বাধাপ্রদান করা হতে পারে। ‍‍‍‍‍— তানভির১৪:১৭, ৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]