ব্যবহারকারী আলাপ:Gazimajedislam

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

অভিবাদন[সম্পাদনা]

আপনাদেরকেও স্বাগতম জানাই ---♥♥ Gazimajedislam (আলাপ) ১৮:৪৩, ৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

♥♥পর্ণগ্রাফী যে ভুলগুলো আমাদের শেখায়♥♥[সম্পাদনা]

→→পর্ণগ্রাফী দেখার অভিজ্ঞতা কম বেশী সকলেরই আছে। শুধু খারাপ ছেলে বা মেয়েরাই পর্ণগ্রাফী দ্যাখে, সাধারণের সে ধারণাটিও সঠিক নয়। তবে এটা নি:সন্দেহে বিনোদনের একটি বিকৃত মাধ্যম। আর স্রেফ বিকৃত বিনোদনই বটে, আর কিছু নয়। পর্ণগ্রাফী থেকে শিক্ষা গ্রহণের কিছু নেই। কিন্তু এই বিষয়টি অনেকে উপলদ্ধি করতে না। →পর্ণগ্রাফী থেকে যৌনতার ধারনা নিয়ে কেউ কেউ ব্যবহারিক জীবনে কাজে লাগাতে চায়। তারাই বরং যৌনতা সম্পর্কে এক ধরণের বিকৃত ধারণার শিকার হয়। একারণে তারা স্বাভাবিক জীবনে বিড়ম্বনা ভোগ। কোনো কোনো সময় বিষন্নতায় আক্রান্ত হয় এবং মানসিক যন্ত্রণা ভোগ করে। আবার কেউবা অপরাধ প্রবনতায় লিপ্ত হয়। →যাহোক, পর্ণগ্রাফী যৌনতা সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা প্রতিষ্ঠিত করে ‘দি সান’ পত্রিকায় প্রকাশিত নিবন্ধ অবলম্বনে এরকম ১০ ভুল ধারণা তুলে ধরা হলোঃ ১) পর্ণগ্রাফীতে আসক্ত ব্যক্তিরা মনে করে, সবাই সদা সর্বদা কেবল যৌনতার চিন্তা নিয়েই মগ্ন থাকে। মানুষের জীবনে বিনোদনের এটাই সেরা মাধ্যম। ২) নারীর যৌনতার বিষয়ে ভুল ধারণার বশবর্তি হয়ে তারা মনে করে যে, মহিলারা শৃঙ্গার বা কোনো ধরণের শারীরিক ক্রিড়া ছাড়াই অল্প সময়ের মধ্যে চরম পুলক অনুভব করে। ৩) তারা এটাও মনে করে যে, পায়ু পথে যৌনতা একটি স্বাভাবিক প্রবৃত্তি আর সকল নারী পায়ু পথে যৌনতা উপভোগ করে। ৪) তাদের বিকৃত বিশ্বাস জন্মে যে, বীর্য গিলে ফেলাটা খুব আনন্দের বিষয়। আর সব নারীই এটা খুব পছন্দ করে। ৫) তাদের একটা ভুল ধারণা জন্মে যে, মিলনের সময় অর্গাজমের ঠিক আগে যোনিপথের বাইরে বীর্যস্খলন করাটা খুব দরকারী আর আবশ্যক বিষয় এবং সবাই এটা সহজেই করতে পারে। ফলে কার্যক্ষেতে নিজের অপারগতায় তারা হতাশ হয়। ৬) তারা এটাও মনে করে যে, যত জটিল আসনে যৌন মিলন করা যায়, তত বেশী আনন্দ লাভ হয়। ৭) তাদের ধারণা, যৌন মিলনের আগে নারীদের কোনো ধরণের আদর সোহাগ দরকার হয় না। তারা এমনিতেই যৌনতার জন্য উম্মুখ হয়ে থাকে। ৮) নিজেদের বিৃকত দৃষ্টির মত করেই তারা সকল নারীর দৃষ্টিকে বিবেচনা করে। তাই তারা ভাবে যে, সব নারীই পুরুষদের অশ্লীলভঙ্গি দেখতে কিংবা সেদিকে তাকিয়ে থাকতে ভালোবাসে। ৯) তাদের ধারণা, পুরুষদের মত নারীদেরও প্রতিবার যৌনমিলনের সময় চরম পুলক আসে। ১০) পর্ণগ্রাফীর অভিনেতা-অভিনেত্রির আচরণ ও ভাবভঙ্গিকে তারা বাস্তব মনে করে। তারা ভুলে যায় এগুলো সব অভিনয়। তারা ব্যক্তিজীবনেও সেরকম আচরণ কামনা করে। আর ভুল করে ভাবে যে, পর্ণগ্রাফীর পারফর্মাররা প্রতিবার সত্যি সত্যিই দীর্ঘক্ষন যৌন ক্রিয়ায় লিপ্ত হচ্ছে। [সূত্রঃ ডেকান ক্রনিকল]

Gazimajedislam (আলাপ) ১৪:১৫, ৬ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সমাজিক বিজ্ঞান[সম্পাদনা]

সমাজকে মূল্যায়ণ করার অর্থ হলোঃ আজ আমি যে সমস্যার সম্মুখীন হয়ে আপনার দ্বারস্থ হয়েছিলাম।ঠিক এমন কোন সমস্যায় যদি আপনি কখনো পতিত হোন তখন আমি নিজে থেকেই যথাসাধ্য চেষ্টা করে কৃতজ্ঞতা প্রকাশ করবো!! Gazimajedislam (আলাপ) ১৩:১৯, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্য একেক জনের কাছে এর সংজ্ঞা একেক রকম। Gazimajedislam (আলাপ) ১৩:২২, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]