ব্যবহারকারী আলাপ:Babul Akter Khan/সাতবাড়ীয়া জমিদার বাড়ী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ অপসারন না করার উত্তর[সম্পাদনা]

নিম্নলিখিত তথ্য ও যুক্ত দলিলাদির ভিত্তিতে আমি জানাতে চাই আমার উপস্থাপিত বিবরণ সঠিক। আরও কোন দলিল বা প্রমান চাইলে তাও প্রদান করা হবে। সুতরাং নিবন্ধটি অপসারন না করার অনুরোধ জানাচ্ছি।Babul Akter Khan (আলাপ) ০৪:৩৫, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


তথ্যসূত্র[সম্পাদনা]

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন ধর জামতৈল এর শ্রীমতি জমিদার কুলুদায়িনী ঘোষ তার জমিদারী সাতবাড়ীয়া মৌজার চার আনা অংশ বিক্রয় করার প্রস্তাব করিলে শ্রীযুক্ত মুন্সী মেহের উল্লা খান উক্ত জমিদারী ক্রয় করেন এবং ভোগ দখল করেন ও খাজনাদি আদায় করেন।
১৯৪২ সনের জমিদার শ্রীযুক্ত জগদীশ চন্দ্র সিকদার শাহজাদপুর থানাধীন
মৌজা তফসীল মোকরকোলা তৌজি নং ২৬ রে: সা: নং ৩১৬ মালিক খতিয়ান নং ৭৬ খ জেএল নং ৮৬
মৌজা তফসীল মনিরামপুর তৌজি নং ২৬ রে: সা: নং ৫০৯ মালিক খতিয়ান নং ১২১৫ চ জেএল নং ৫৩
মৌজা তফসীল পাড়কোলা তৌজি নং ২৬ রে: সা: নং ৫০৯ মালিক খতিয়ান নং ৭৬ খ জেএল নং ৫৩
মৌজা তফসীল খিদ্র মনোহরা তৌজি নং ২৬ রে: সা: নং ৫৬ মালিক খতিয়ান নং ৬৭ চ জেএল নং ২২৪
মৌজা তফসীল দারিয়াপুর তৌজি নং ২৬ রে: সা: নং ৫০৯ মালিক খতিয়ান নং ১২১৫ চ, ১২১৭ ক জেএল নং ৫৩
মৌজা তফসীল চান্দর আজিজ চান্দর তৌজি নং ২৬ রে: সা: নং মালিক খতিয়ান নং ৬২ জেএল নং ৪৪
মৌজা তফসীল বিলকলমী তৌজি নং ২৬ রে: সা: নং ৫০৯ মালিক খতিয়ান নং ৩৩ গ
মৌজা তফসীল কায়েমপুর তৌজি নং ৬০১ রে: সা: নং ৪৭৩, ৪৭৪ মালিক খতিয়ান নং ৩৫৭ গ জেএল নং ১৭
দলিল লেখক আফাজ উদ্দিন আহম্মেদ, সাং খাস সাতবাড়ীয়া, রেজিষ্ট্রেশন তারিখ: ১০/৩/১৯৪২
বিক্রয় কবলা দলিল- মূল্য ৩০০ টাকা

সাধারন বিজ্ঞপ্তি
[১৯৫১ সালের স্টেট একুইজিশন রুলের ৬৭ ক নিয়ম অনুযায়ী]
উক্ত আইনের ৫৮ ধারার বিধান মতে তাহাদের ধার্য কৃত ক্ষতিপুরন হইতে নগদ দেয় ক্ষতিপুরন উপযুক্ত পরিচয়কারীর সনাক্ত মতে স্বয়ং অথবা অনিবার্য কারনবশত: ক্শতাপ্রাপ্ত ব্যক্তির মারফতে নিম্ন মোকামে ২১/৬/১৯৬৮ তারিখ হইতে এর মধ্যে উপস্থিত হইয়া ডিসবার্সমেন্ট অফিসারের নিকট হইতে ১৯৪৭ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন এক্ট মোতাবেক ব্লকড্ ননরেসিডেন্ট একাউন্ট খুলিবার নিমিত্ত নাম ঠিকানা ইত্যাদি বিবরণসহ কমপেনসেশন অফিসে উপযুক্ত সনাক্তকারী সহ হাজির হইয়া নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করিবেন।
এডিশনাল /জয়েন্ট ডেপুটি কমিশনার
নোটিশ নং ৪৩, ৪১ (২টি)
প্রাপক: জমিদার শ্রীযুক্ত মুন্সী মেহের উল্লা খান পন্নী
পিতা- বিদু খা
সাং- সাতবাড়িয়া

Certificate of Sale of Land
4/0 21, Rule 94, C.P.D
ডিক্রিদার: জমিদার মুন্সী মেহের উল্লা খা, পিতা-বিদু খা, সাং সাতবাড়ীয়া, ১৯৫০ সনের ৩১৪ ও নং মোকদ্দমার সন ১৯৪৯ সালের ৪৪ টাকার খাজনা বাকী পড়ায় ৩১৪ নং মোকদ্দমা নিলাম খরিদ করেন, তাহা সেটেলমেন্ট ২৫৮ নং খতিয়ানে লিপিবদ্ধ হইয়াছে এবং ৩১৫ ও নং মোকদ্দমার সন ১৯৪৯ সালের ৭৪ টাকার খাজনা বাকী পড়ায় ৩১৫ নং মোকদ্দমা নিলাম খরিদ করেন। তাহা সেটেলমেন্ট ৩২৫ নং খতিয়ানে লিপিবদ্ধ হইয়াছে।
১৯৫১ সনের ৩০/৫ তারিখে দস্তখত ও আদালতের মোহর যুক্ত মতে দেওয়া গেল।

Certificate of Sale of Land
4/0 21, Rule 94, C.P.D
ডিক্রিদার: জমিদার মুন্সী মেহের উল্লা খা, পিতা-বিদু খা, সাং সাতবাড়ীয়া, ১৯৫০ সনের ৩১৬ ও নং মোকদ্দমার সন ১৯৪৯ সালের 70 টাকার খাজনা বাকী পড়ায় ৩১৬ নং মোকদ্দমা নিলাম খরিদ করেন, তাহা সেটেলমেন্ট ৩১৯,৩২৩ নং খতিয়ানে লিপিবদ্ধ হইয়াছে ।
১৯৫১ সনের ৩০/৫ তারিখে দস্তখত ও আদালতের মোহর যুক্ত মতে দেওয়া গেল।Babul Akter Khan (আলাপ) ০৪:৩৬, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]