ব্যবহারকারী আলাপ:Ahmadkarim24

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৫:১০, ১৪ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আপনাদের সাথে একমত পোষণ করছি Ahmadkarim24 (আলাপ) ২৩:১০, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মৃত্যু সম্পর্কে কিছু নসিহত![সম্পাদনা]

☞ মাটির উপর যতটুকু ভালো কাজ করবেন, মাটির নিচে কতটুকু ভালো থাকবেন ৷ ☞ মৃত ব্যক্তির কাপনের কাপড় যে কিনে আনে সে পরে না, আর যে পরে সে বলতে পারে না আমি পরবো না ৷ ☞ কবরের দিকে নিরবে তাকিয়ে থাকলে বুঝবেন দুনিয়ার তাদের কত ক্ষমতা ছিলো, আজ মাটির সাথে মিসে আছে ৷ ☞ সব কিছুর স্বাধ বারবার টেষ্ট করা, কিন্তু মৃত্যুর স্বাদ দ্বিতীয়বার টেষ্ট করার সুযোগ নেই ৷ ☞ অনেক মানুষ আমরা দাফন করি, কিন্তু শিক্ষা নিই না ৷ ☞ ইমাম গাজ্জালী (রহ.) বলেন, কোন মানুষ আল্লাহর প্রিয় হতে চাইলে তাকে শিশুর ৫টি গুন অর্জন করতে হবে।

১. শিশুরা নিজের খাবার নিয়ে চিন্তা করেনা। ২. অসুখ বিসুখ হলে কাউকে অভিশাপ করে না। ৩. তারা খাবার পেলে শেয়ার করে খায়। ৪. তারা ঝগড়া করলে পরক্ষনেই তা ভুলে যায়। ৫. সামান্য ধমকে তার চক্ষু থেকে অশ্রু নির্গত হয়। তথ্যসুত্রঃ ইহইয়াউল উলুম।

‍‍‍📃- মৃত্যুর পরে, - ধন-সম্পদ হবে উত্তরাধিকারদের। - রুহ হবে আজরাইলের। - মাংস হবে পোকা মাকড়ের। - হাড্ডি হবে মাটির। - নেক আমল ছাড়া নিজের বলতে আর কিছুই থাকবে না...

☞ মৃত্যুর_পর_মানুষের_৯টি_আকাঙ্খা_আফসোস!!

১ - "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)

২ - "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" (সূরাহ ফজর, আয়াত : ২৪)

৩ - "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" (সূরাহ আল-হাক্কা, আয়াত : ২৫)

৪ - "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)

৫ - "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" (সূরা আহযাব, আয়াত : ৬৬)

৬ - "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৭)

৭ - "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (সূরাহ আন-নিসা, আয়াত : ৭৩)

৮ - "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (সূরা কাহফ, আয়াত : ৪২)

৯ - "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (সূরাহ আনআম, আয়াত : ২৭)

☞কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান" অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ" অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব" অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত" অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। ~সুবহানআল্লাহ

☞ 🏕রাসুল সা বলেছেন الموت تحفة للمؤمن "মৃত্যু মুমিনের জন্য হাদিয়া ।"

🏕দুনিয়া হচ্ছে আখেরাতের বিমান বন্দর । মৃত্যু হচ্ছে বিমান টিকেট । এটি এম কার্ড হচ্ছে আমল ।

🏕আমরা সবাই জান্নাতে যাইতে রাজি কিন্তু মরতে কেউ রাজি না । মৃত্যুর টিকেট না কাটলে আপনি কিভাবে জান্নাতে যাবেন?

🏕মুমিন দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করেছে । বিক্রেতা বিক্রিত মালের দিকে ফিরে ও তাকায় না । মুমিন দুনিয়াতে দুর্নীতি করতে পারেনা ।

🏕আসুন আনন্দের সাথে মৃত্যুর বিমানে ভ্রমণ করি । আখেরাতে আপনার যাত্রা আনন্দময় ও শুভ হোক । আজরাইল( আ) ইয়ার লাইন্সে আপনাকে বাধ্যতামূলক স্বাগতম! সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন । Ahmadkarim24 (আলাপ) ২৩:১২, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]