ব্যবহারকারী আলাপ:সাজ্জাদ সাজু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

সম্পর্ক এবং আমি[সম্পাদনা]

আজ কাল সম্পর্ক গুলো আগের মতো খুঁজে পাচ্ছি না। অথৈই সমুদ্রে বা গভীর জলাশয়ে যেমন ডুবরী ডুব দিয়ে খুঁজে আনে মহামূল্যবান বস্তু বা হারানো কোন অমূল্য ধন। মাঝে মধ্যে অবশ্য তারা খুঁজে পায় আবার পায় না। তেমনি আমিও সম্পর্কের গভীরে ডুব দিয়ে নিরাশ হয়ে ফিরে এসেছি, হতাশা আর সন্দেহ ছাড়া কিছুই পাইনি। ধরা যাক বাবা ছেলের সম্পর্ক, বাবাকে আমি অনেক ভালো বাসি বাবাও আমাকে কম বাসে না। আমার মনে হয় আমার চেয়ে একটু বেশিই ভালোবাসে, আমি বুঝতে পারি।ছোট বেলা থেকেই আমি বাহিরে থাকি, সেই সুবাদে বাবা প্রতিদিনই ফোন করে খবর নিতো আমি কেমন আছি, কি করছি, খাওয়া দাওয়া ঠিক মতো করছি কিনা,পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, টাকা লাগবে কিনা আরও কতো কি।বাবা আমাকে অনেক বিশ্বাস করে তার ছেলে কোনো দিনও খারাপ পথে যেতেই পারে না। আমিও বাবার বিশ্বাস কোনোদিনের জন্য নষ্ট করিনি। ধীরে ধীরে বড় হতে থাকি,বাবার ফোন দেওয়ার মাত্রা দিনকে দিন বাড়তে থাকলো, আগে কুশলাদি বিনিময় করে রেখে যত, আর এখন বলে টিভিতে এটা দেখলাম ওটা দেখলাম ছেলে মেয়ে গুলো কেমন গোল্লায় যাচ্ছে,কি সব নেশা করছে,কি জানি গেম খেলে আত্মহত্যা করেছে,খবরে বলছে ছাত্ররা মিটিং মিছিল করেছে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডা আর মাস্তিতে ছাত্র জীবন পার করছে। বাবু তুই তো আবার এ সব করে বেড়াচ্ছিস না তো, বড় ভয় লাগেরে বাপ,রাতে ঠিক মতো ঘুম হয়না। কাজ চলছে..................