বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:রাকীবুল ইসলাম (অনিক)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: রাকীবুল ইসলাম (অনিক) কর্তৃক ৪ বছর পূর্বে "কবিতা" অনুচ্ছেদে

রাকীবুল ইসলাম (অনিক)

এই পৃথিবী তব তরে শুধু ফুলসজ্জা নয়, পথিক পথ ধরে চলছে কিছু অবলোকন করে। এই পথের শেষ দেখা কবে মিলবে কে জানে, এ পথ দুর্দান্ত মরুময় পথ,তাইতো যেতে হবে অনেক দূরত্ব পেরিয়ে।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

কবিতা[সম্পাদনা]

ঝঙ্কার রাকীবুল ইসলাম (অনিক) আমার মনের আকাশে ঝঙ্কার আওয়াজ বাঁজে, সে কি মোর সকাল বেলার স্তব্ধতায় সাঝে? কী অপরুপ ভাবনা মনের মাঝে দুলতে থাকে! একাকী কথা বলাটাও শ্রেয় কোন পথিকের সাথে।

তুমি কাল্পনিক কত ছবিই না আঁক, তুমি অধীর চিত্তে এ হৃদয়ে থাক। তোমায় ছাড়া কত শত রাত নির্ঘুমে কেটে যায়, তমি রবে আজীবন এ মনের বাসনায়।

তুমি না ভাবলেও অমনটা ভুল আমি করিনি, কারও দেয়া প্রেমপত্র আজ অবধিও পড়িনি। মনের গহিনে সাড়া দিয়েছে আজ তব প্রেমসন্ধি, কী করি আর ভেবে নাহি পাই আজ তোমার তরে এ মন বন্দী। রাকীবুল ইসলাম (অনিক) (আলাপ) ১৭:১৩, ২১ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কবিতা[সম্পাদনা]

শাপলার স্নিগ্ধতা কী নিদারুণ দৃশ্যপট এ প্রকৃতির! যা কিনা মনকে উচ্ছাসিত করে অবিরাম। কোথায়? কিভাবে? শিখেছি এ কথা বলার ভাষা, যার মাধ্যমে বোঝাতে পারি নিজের মনের আশা।

কেন এসেছিনু এ ভবে ভিন্ন মত্ততায়, যে আলগে রেখেছে মোরে শত স্নেহ মায়ায়। এ হৃদয়ের গহীনে তার মমতা ভরা স্পন্দন, তার ভালবাসা চোখে জল এনে বেধেছে এ বন্ধন। রাকীবুল ইসলাম (অনিক) (আলাপ) ০৫:১৫, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কবিতা[সম্পাদনা]

এই পৃথিবীতে কাহার কাছে বলবো কোন কথা, কোন ছন্দে করিব বিশ্বাস বেলা- অবেলায়। রাতের আধারে জোনাকিরা আলো ছড়ায় সেথা, ধ্রুব তারা গুলো কোন খবর দিয়েছে আমায়।

ঝিঁঝিঁপোকা চি চি করে মাথা ধরিয়ে দেয়, রাতের আধারে ঝোপঝারে থাকে ব্যাঙের আনাগোনা। কোন লোকের পায়ের শব্দে থমকে দারায়, সোনালী কাব্যের ধারা হয়তো দেখব না আর কখনো। রাকীবুল ইসলাম (অনিক) (আলাপ) ১৭:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কবিতা[সম্পাদনা]

আমি কত শত নির্ঘুম রাত্রি অতিক্রম করেছি, কেউ নেয়নি কোন খবর কখনো কোন বেলা,

মধুর শৈশব পেছনে ফেলে এসেছি।

একটি কথা কখনো হয়নি বলা।

আমি ভেবেছিলাম কথাটি বলব তাকে, মন বলে না! থাক পরে বলব, হৃদয়ের মাঝে আমি রেখেছি যাকে। ভালবেসেছি সেই সুনয়নাকে। রাকীবুল ইসলাম (অনিক) (আলাপ) ১৬:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কবিতা[সম্পাদনা]

কাশফুলের ঘ্রাণে শরৎ আসে, আমিও থাকব যখন তাহার পাশে। কী যে পরম সুখ অনুভূত হয়! একই পথে চলব নেই কোন ভয়।

কাঁশবনে ঘাসফড়িং এলোমেলো উড়ে, শিশুরা ঘাসফড়িং গুলো ধরার জন্য ঘুরে। কী আনন্দ! কী মজা ওদের লাগে, আমারও সেই আনন্দ প্রাণে এখন জাগে। রাকীবুল ইসলাম (অনিক) (আলাপ) ১১:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কবিতা[সম্পাদনা]

আমার মনের আকাশে তাঁর বসবাস, সে আমার হৃদয়ের আভাস। আমিতো তাকে ভুলিতে পারি না, সে কি আমায় আদৌ ভালবাসে না?

চেয়ে থাকি তাঁহার পানে! কবে সে আমার হবে কে জানে? আমি তাহার জীবন হয়ত হব, যখন আমি তাকে এ হৃদয়ে পাব। রাকীবুল ইসলাম (অনিক) (আলাপ) ১১:৩৯, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন