ব্যবহারকারী আলাপ:মেজু আহমেদ খান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মেজু আহমেদ খান কর্তৃক ১ বছর পূর্বে "মেজু আহমেদ খান" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

মেজু আহমেদ খান[সম্পাদনা]

সিলেট জেলার অন্তর্গত বালাগঞ্জ থানাধীন কায়েস্থঘাট চক ( হাড়িয়ার গাঁও) গ্রামে ১৯৮৩ সালের ২৩ শে জুলাই মেজু আহমেদ খান জন্ম গ্রহণ করেন। তার ডাক নাম মোঃজুনেদুজ্জামান খান। পিতা মরহুম মোঃ রাজীব উল্লাহ খান মায়ের নাম যয়নাব রাজীব। শিক্ষাগত যোগ্যতা স্নাতক।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ষষ্ট।১৯৯৬ খ্রীঃ থেকে তিনি লেখালেখির সাথে জড়িত। মূলত তিনি একজন কবি ছড়াকার ও গল্পকার। তার প্রকাশিত বই- দেখেছি স্রষ্টারে, গাঁয়ের পাখি, রূপোড্ডিম,অনুরাগ, সমলাকীন ছড়ার কাগজ প্রতিঘাতের সম্পাদক তিনি। ব্যাক্তি জীবনে স্ত্রী সুমি খানম, ও চার মেয়ে নিয়ে তার সংসার।

ঃ ার। মেজু আহমেদ খান (আলাপ) ০২:০৬, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন