ব্যবহারকারী আলাপ:মাহফুজার রহমান মাহফুজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

মোঃ মাহফুজার রহমান কাহারোল উপজেলামোঃ মাহফুজার রহমান (মাহফুজ) (আলাপ) ০৮:১৯, ১৮ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পরিচয়[সম্পাদনা]

মোঃ মাহফুজার রহমান MD.MAHFUZAR RAHMAN,

সহকারি শিক্ষক, মুকুন্দপুর গড়েয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাহারোল, দিনাজপুর। পিতার নাম : মৃত মোঃ ইয়াছিন আলী মাহফুজার রহমান মাহফুজ (আলাপ) ০৯:০৮, ১৭ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ মাহফুজার রহমান মাহফুজার রহমান মাহফুজ (আলাপ) ১০:০১, ১৭ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

== জন্ম ও

শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরন[সম্পাদনা]

এসএসসি- ২য় বিভাগ -১৯৮৭-বিজ্ঞান-রাজশাহী বোর্ড। সি ইন এড -২য় বিভাগ -১৯৯৪- দিনাজপুর পিটিআই। এইচএসসি- জিপিএ ২.৮৫- মানবিক -উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। গাজিপুর। মাহফুজার রহমান মাহফুজ (আলাপ) ০৯:২৮, ১৭ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পেশাগত বিস্তারিত বিবরন[সম্পাদনা]

চাকরিতে ১ম যোগদানের তারিখ : ০৮/০১/১৯৯০,

প্রথম যোগদানের তারিখে পদবী : সহকারি শিক্ষক,

কর্মস্থল  : মুকুন্দপুর গড়েয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বর্তমান পদবী : সহকারি শিক্ষক


মোঃ মাহফুজার রহমান (মাহফুজ)  (আলাপ) ০৬:১৮, ১৮ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী আলাপ পাতা[সম্পাদনা]

জনাব মাহফুজার রহমান, আপনার ব্যবহারকারী আলাপ পাতাকে অনুগ্রহ করে ব্যক্তিগত তথ্য দিয়ে ভরপুর করবেন না। এই তথ্যগুলোকে আপনার ব্যবহারকারী পাতাতেই সীমাবদ্ধ রাখুন। আর পরামর্শ হচ্ছে, এরকম পাবলিক সাইটে আপনার সব ব্যক্তিগত তথ্যাদি শেয়ার না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ তথ্যগুলো যে-কেউ পড়তে পারে, এবং ভালো-মন্দ -উভয় খাতেই ব্যবহার করতে পারে। ধন্যবাদ আপনাকে। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। স্বাগতম! —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ০৬:৩০, ১৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আসরাফুল মাখলুকাত[সম্পাদনা]

মানুষকে আল্লাহ বিবেক, জ্ঞান,বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। আর এজন্যই মানুষকে আসরাফুল মাখলুকাত বলা হয়। আল্লাহ পাক তাঁর সকল সৃষ্টির সেরা সৃষ্টি হিসাবে মানুষকে আখ্যায়িত করেছেন। সেই মানুষেরা যদি নিকৃষ্ট জানোয়ারের মত কাজ করে। সদাসর্বদা অন্যের ক্ষতি করতে রত থাকে,মানুষ হয়ে মানুষকে খুন করে,অন্যের সম্পদ হরন করে,অন্যের অধিকার নষ্টকরে,তাহলে তাকে কি বলা যায়? কুকুর মানুষকে কামড়াতে পারে।তাই বলে মানুষও কী কুকুরকে কামড়াতে পারে? তাই পৃথিবীর সব মানুষের প্রতি আমার অনুরোধ,অন্যর ক্ষতি না করে, অন্যকে কষ্ট না দিয়ে বরং উপকার করার চেষ্টা করুন। ভালোটি কাজটি করার চেষ্টা করুন,তাহলে সবাই আপনার জয়গান করবে।

মোঃ মাহফুজার রহমান (মাহফুজ)  (আলাপ) ০৯:১৯, ১৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উপদেশ[সম্পাদনা]

মানুষ যদি হও সন্ত্রাস,খুনখারাবি হাইজ্যাক ছেড়ে সঠিক পথে যাও। কুশিক্ষা ছেড়ে সুশিক্ষা অর্জন করো। মানুষ হয়ে মানুষের ক্ষতি করো না কখনো। অসৎ পথে চললে তোমার হবেনা কখনো ভালো। সৎ পথে চলো সৎ কাজ করো অন্যের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করো মানুষ তোমার জয়গান গাইবে মরনেও যদি মরো। মোঃ মাহফুজার রহমান (মাহফুজ) (আলাপ) ০৮:৫৮, ২২ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সত্যি এই দুনিয়ায় ভালো মানুষের বড়ই অভাব। মোঃ মাহফুজার রহমান (মাহফুজ) (আলাপ) ০৯:০১, ২২ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]