ব্যবহারকারী আলাপ:কবি ফখরুল হাসান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কবি ফখরুল হাসান

কবি ও শিশুসাহিত্যিক ফখরুল হাসান জন্ম ১লা এপ্রিল ১৯৮৩ খ্রিস্টাব্দ বাবা-মরহুম আব্দুল আজিজ সরকার, মাতা - বিবি হাওয়া। জন্মস্থান- ধুলজুরী গ্রামে হোসেনপুর থানার জেলা কিশোরগঞ্জ। লেখাপড়া হাতেখড়ি - ধুলজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক পাশ করেন হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ থেকে। ফখরুল হাসান এর একাধিক কাব্যগ্রন্থ রয়েছে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয়, হাওলার প্রকাশনী থেকে ২০১৬ সালে "হৃদয় পোড়া গন্ধ" দ্বিতীয় কাব্যগ্রন্থ ও হাওলাদার প্রকাশনী প্রকাশ করে ২০১৭ সালে "নিমগ্ন দহন" তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশ করে বাবুই প্রকাশনী ২০১৮ সালে "দহন দিনের গান"। গল্পগ্রন্থ দাম্পত্যের অন্তরালে প্রকাশ হয় ২০২০ সালে শিশুতোষ গ্রন্থ গল্পগুলো বিজয়ের ও বিজয় নিশান প্রকাশ হয় ২০২০ সালে। দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা সম্পাদক ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন কাব্যশীলন। প্রথম সাংবাদিকতা শুরু করেন অন লাইন পত্রিকা দৈনিক ধূমকেতুর প্রধান বার্তা সম্পাদক হিসাবে। দায়ীত্ব পালন করেন আমাদের বাংলাদেশ ডট নেট এর সম্পাদক হিসেবে। বর্তমানে সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলনের প্রকাশক হিসাবে কাজ করছেন। পাশাপাশি নিয়মিত লিখছেন জাতীয় দৈনিকে কবিতা, ছড়া ও শিশুতোষ গল্প। লেখালেখির জন্য এখন পর্যন্ত পেয়েছেন বাংলাদেশ কবি পরিষদ সাহিত্য সম্মাননা, নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে নজরুল পদক, বঙ্গবন্ধু লেখক ফোরাম থেকে সাহিত্য সম্মাননা, বিচারপতি এস এম মুজিবুর রহমান সাহিত্য সম্মাননা, বাবুই প্রকাশনী লেখক সম্মাননা ও দৈনিক মুক্তির আশা সাহিত্য সম্মাননা।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]