ব্যবহারকারী আলাপ:আবিদ আরফান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

কবি ও ছড়াকার বশিরুজ্জামান[সম্পাদনা]

কবি ও ছড়াকার বশিরুজ্জামান। তিনি ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের অন্তর্গত পূব ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে শিশুতোষ ছড়াগ্রন্থ “ছড়াপড়ি মজাকরি” কাব্যগ্রন্থ “নিঃসঙ্গ জীবন” ও “নীলকণ্ঠ পুরুষ”। যৌথ ছড়াগ্রন্থে রয়েছে শাহ আলম বাদশা সম্পাদিত “ছড়িয়ে দিলেম ছড়া”। প্রকাশিতব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পাঁচশত হাইকু” ও “আগুনের স্বরলিপি”। আবিদ আরফান (আলাপ) ০৫:০০, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]