ব্যবহারকারী:Snthakur/শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মন্দিরের শ্রী বিগ্রহ: শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ, রাধা-বিনোদবিহারী জীউ, শ্রী শ্রী লক্ষ্মী বরাহদেব জীউ ও শ্রী শ্রী জগন্নাথ দেব।


শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ
শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের চূড়া, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলানদিয়া জেলা
অবস্থান
অবস্থাননবদ্বীপ, তেঘরি পাড়া
রাজ্যপশ্চিমবঙ্গ
দেশভারত অধিরাজ্য
স্থাপত্য
ধরনহিন্দু মন্দির
সৃষ্টিকারীশ্রী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ


শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ (ইংরেজি: Sri Devananda Gaudiya Math) প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ দ্বারা, পশ্চিম বঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ শহরে, তেঘরি পাড়া অঞলে এই মঠের প্রতিষ্ঠা হয়| এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণবধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। শ্রী গৌড়ীয় বেদান্ত্ব সমিতি এই মঠেই অবস্থিত।


মঠের পরবর্তী আচার্য্য শ্রীল ভক্তিবেদান্ত্ব বামন গোস্বামী মহারাজ ও বর্তমান আচার্য্য শ্রীল ভক্তিবেদান্ত্ব পর্যটক মহারাজ। শ্রীল ভক্তিবেদান্ত্ব আচার্য্য মহারাজ এই মঠের বর্তমান সম্পাদক।


ছবির গ্যালারি[সম্পাদনা]


তথ্যসূত্র[সম্পাদনা]