ব্যবহারকারী:Saieedue

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাঈদ রহমান (Saieed Rahman) আমি একজন বাংলাদেশী উইকিপিডিয়া সম্পাদক। উইকিপিডিয়াকে আরও তথ্যবহুল ও সমৃদ্ধ করতে কাজ করে যাবো।

Saieed Rahman Massum
— উইকিপিডিয়ান —
নামসাঈদ রহমান
জন্মছাইদুর রহমান
২৮ এপ্রিল ১৯৯৮
তাজপুর, বিয়ানীবাজার
বাস্তব জীবনে নামমাছুম
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানসিলেট, বাংলাদেশ
সময় অঞ্চল+৬ঃ০০
উচ্চতা৫ ফুট ৬ ইঞ্চি
ওজন৬৩ কেজি
চুলকালো
হস্তপ্রাধান্যডানহাতি
রক্তের ধরনএ পজেটিভ
যৌন অভিমুখীতাবিপরীতকামী
ব্যক্তিত্বের ধরনঅন্তর্মুখী
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
সহোদর১ ভাই, ৩ বোন
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাফ্রিল্যান্সার, ক্যাশিয়ার
নিয়োগকর্তাKWIQ Supermarket, Fiverr, my NEWS Malaysia
শিক্ষাএস, এস, সি
উচ্চ বিদ্যালয়পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়
কলেজবিয়ানীবাজার সরকারি কলেজ
শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্মইসলাম
যোগাযোগের তথ্য
ব্লগsaiedeu.home.blog
ইমেইলinfo.saidur_bd@aol.com
ফেসবুকMassum.Sr
ইন্সটাগ্রামsr_massum
লিঙ্কডইনsr_masssum
টুইটারlhvg_bd
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান০৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম সম্পাদনা০৩ সেপ্টেম্বর ২০২৩

পরিচয়[সম্পাদনা]

আমি সাঈদ। আমার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার থানার তাজপুর গ্রামে। আমি মাধ্যমিক পাশ।বর্তমানে প্রবাশে একটি হাইপারমার্কেটে ক্যাশিয়ার হিসাবে কাজ করছি।

পাশাপাশি ফাইভারে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি।

ফেইসবুকে বাংলাদেশের জনপ্রিয় ভূতের গল্পের গ্রুপ "লোম হর্ষক ভূতের গল্প' এর এডমিন।

৫ হজার এর ও বেশি অবদান নিয়ে গুগল ম্যপ এর লেভেল ৮ লোকাল গাইড।

বিভিন্ন জনপ্রিয় মুভি ও সিরিজের বাংলা সাবটাইটেল অনুবাদ করি/বানাই।

জন্ম[সম্পাদনা]

আমার জন্ম মঙ্গল বার, ২৮ এপ্রিল ১৯৯৮ সালে নিজ বাড়িতে।

আমার নাম রাখা হয়েছিলো ছাইদুর রহমান, ডাকনাম মাছুম, বাড়িতে এই নামেই সবার কাছে পরিচিত।

  • বাংলা তারিখঃ বৈশাখ ১৪, ১৪০৫
  • গ্রেগরীয়ঃ এপ্রিল ২৮, ১৯৯৮
  • হিজরিঃ ২২ শাবান ১৪১৯

শিক্ষা জীবন[সম্পাদনা]

স্থানীয় 'তাজপুর জামে মসজিদ' থেকে দ্বীনি শিক্ষা গ্রহন করি এবং তাজপুর আভঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করি।

২০০৯ সালে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হয়ে ২০১৪ সালে মানবিক শাখা থেকে মাধ্যমিক/এস, এস, সি পাশ করি।

বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেনীতে মানবিক শাখায় প্রথম বর্ষের ফাইনাল পরিক্ষায় উত্তির্ণ হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গুন ইন্টারনেশনাল কলেজে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স বিভাগে ১ বছর অধ্যায়ন করি।

বিভিন্ন কারনে পরে উচ্চ মধ্যমিক ও ডিপ্লোমা দুটোই অসম্পন্ন থেকে যায়।

পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্চা থাকলেও পারিবারিক ও আর্থিক কারনে পরে সেটা আর সম্ভব হয়ে ওটে নি।

কর্ম জীবন[সম্পাদনা]

২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুরিয়া কে এল সি সি তে একটি অভিজাত রেস্টুরেন্টে ক্লিনার হিসাবে কর্ম জীবনের শুরু হয়।

পরে বিভিন্ন পাচ তারকা হোটেলে ফুড রানার, বেনকুইট ও ইভেন্ট ম্যানেজম্যান্ট এর খন্ড কালিন কাজ করি।

২০১৬ তে মাই নিউজ নামে একটি সুপার শপ চেইন কোম্পানীতে ক্যাশিয়ার হিসাবে কাজ শুরু করি।

২০২৩ সালে কাজের পাশাপাশি ফাইভার মারর্কেটপ্লেসে ফ্রিল্যান্সার সেলার হিসাবে কাজ শুরু করি এবং ইতিমধ্যে ৫ টি গিগ সেল করতে সক্ষম হয়েছি।

স্বেচ্চাসেবি[সম্পাদনা]

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২[সম্পাদনা]

স্পেক্টেটর সার্ভিস ভলান্টিয়ার[সম্পাদনা]

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেইমস বার্লিন ২০২৩[সম্পাদনা]

ভেন্যু ম্যানেজমেন্ট ভলান্টিয়ার