ব্যবহারকারী:Nafis Fuad Ayon/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকলী হাওর বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র

নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওরনিকলী উপজেলা ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রামইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত।[১] এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের বড় হাওর গুলোর মধ্যে এটি অন্যতম। নিকলী হাওর বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান বলে বিবেচিত।[২]

অবস্থান ও যাতায়াত ব্যবস্থা[সম্পাদনা]

নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। ঢাকা শহর থেকে এর দুরুত্ব প্রায় ১১০ কিলোমিটার, কিশোরগঞ্জ শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার।

পর্যটন[সম্পাদনা]

কিশোরগঞ্জের নিকলী হাওর ইতোমধ্যে পর্যটকদের মন কেড়ে নিয়েছে। বিশাল জলরাশির ওপর নীল আকাশের দিকে তাকিয়ে আনন্দে মেতে উঠেন সবাই| দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের নাচন, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন ও হাওরের নানান স্বাদের মাছ। এসব অভিজ্ঞতা পাওয়া যায় নিকলীর অপরূপ হাওর ভ্রমণে।

পর্যটন স্পট সমূহ[সম্পাদনা]

নিকলী বেড়িবাঁধ[সম্পাদনা]

জীববৈচিত্র্য[সম্পাদনা]

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঘুরে আসুন নিকলী হাওর"সময় নিউজ। ২১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১ 
  2. "নিকলী হাওর পর্যটকদের মন কেড়েছে"ইত্তেফাক। ১৭ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১