ব্যবহারকারী:Meghshuvro/আবিদ আজম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবিদ আজম
জন্ম(১৯৮৬-০৯-২৭)২৭ সেপ্টেম্বর ১৯৮৬
মাদারিপুর, বাংলাদেশ
পেশাসাংবাদিক, লেখক
জাতীয়তাবাংলাদেশী
সময়কালবিংশ শতাব্দী
উল্লেখযোগ্য পুরস্কারবিবিএফ-ইয়ূথ ইনোভেশন এ্যাওয়ার্ড, ষ্টার ভয়েজ সম্মাননা, লাটাই ছড়া সাহিত্য পুরস্কার


আবিদ আজম (জন্ম: ২৭ সেপ্টেম্বর, ১৯৮৬) তরুণ লেখকসাংবাদিক। তিনি রেডিও টুডের সিনিয়র ব্রডকাস্টার এবং আল মাহমুদ ফাউন্ডেশনেরও মহাসচিব তিনি।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

আবিদ আজম ১৯৮৬ সালের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের মাদারিপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আবিদ আজমের পারিবারিক নাম মুহাম্মদ আলী আজম। বাবা আলহাজ্ব মফিজুর রহমান আবু তাহের এবং মা কোহিনুর বেগম। তিনি পড়াশোনা সম্পন্ন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। [১]

কর্মজীবন ও সাংবাদিকতা[সম্পাদনা]

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে ট্রেনিং গ্রহণ শেষে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন অষ্ট্রেলিয়ার শিশু সাংবাদিকদের মুখপত্র ‘শিশুকন্ঠে’র সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন প্রথম দশকের শুরুর দিকে। বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করার পর তিনি ২০১৪ সাল থেকে অদ্যাবধি যুক্ত আছেন বেসরকারী এফএম স্টেশন রেডিও টুডে ৮৯.৬ ‘র বার্তা বিভাগে। সেখানে স্পেশাল সব প্রতিবেদন, সংবাদ উপস্থাপনা ও সেলিব্রেটি নিউজে প্রতিনিয়ত ধ্বনিত হয় তাঁর কন্ঠস্বর। [২]

সাপ্তাহিক বৈচিত্রের সাবেক এই সহযোগী সম্পাদক যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাক, আনন্দ আলো ও ভোরের কাগজের মতো শীর্ষ পত্রিকাগুলোতে। সেভ দ্যা চিলড্রেন অষ্ট্রেলিয়ার একটি প্রোজেক্টে পাঁচ বছর কাজ করেছেন আবিদ। এরপর দৈনিক আলোকিত বাংলাদেশ’র সহ-সম্পাদক হিসেবে শিশু কিশোর বিভাগ ‌কলরব সম্পাদনা করেছেন দু’বছর। টেলিভিশন অনুষ্ঠানেও দেখা মেলে তাঁর।

আবিদ আজম ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও সাব এডিটর কাউন্সিলের সদস্য। এছাড়া নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত আছেন কাঁচের দেয়াল ম্যাগাজিনে। আল মাহমুদ ফাউন্ডেশনেরও মহাসচিব তিনি।

রচনা ও প্রকাশনা[সম্পাদনা]

স্বল্পপ্রজ লেখক, শিশুসাহিত্যিক ও ছড়ার কবি আবিদ আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে- আমাদের ক্লাসে একটা পরী আছে, খসড়া ছড়ার পসরা, বইখেকো ভূত, একটা ছড়া লুকিয়ে আছে মায়ের আচঁল তলে ও ভূত ডট কম উল্লেখযোগ্য। প্রকাশিত সম্পাদনা গ্রন্থ- বাংলাদেশের নির্বাচিত কিশোর মুক্তিযুদ্ধের গল্প। [৩][৪][৫]

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের অপ্রকাশিত গ্রন্থের সম্পাদনায় করছেন তিনি। ‘সহোদরা’ ও ‘রাগিণী’ নামে ক্ষুদ্রায়তনের দুটি নতুন উপন্যাস, মহাকাব্য ‘এ গল্পের শেষ নেই শুরুও ছিল না’, কাব্যগ্রন্থ ‘ইতিহাস দেখো বাঁক ঘুরে গেছে ফের ইতিহাসে’ এবং ছড়ার বই ‘আমার নামে ডাকছে পাখি’ পাঁচটি বইয়ের গ্রন্থনা ও সম্পাদনা করেছেন লেখক ও সাংবাদিক আবিদ আজম।[৬] 'খুশির চাঁদ', 'আমি মুসলমান', 'শুকরিয়া' তিনটি মৌলিক ইসলামিক সঙ্গীত ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তার কণ্ঠে সঙ্গীত শ্রোতাদের মন জয় করে নেয়।[৭] [৮]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

সম্প্রচার সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘বিবিএফ-ইয়ূথ ইনোভেশন এ্যাওয়ার্ড ছাড়াও আবিদ আজমের ঝুঁলিতে রয়েছে দেশগ্রাম এ্যাওয়ার্ড, সরকারী তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রশিক্ষক সম্মাননা, লাটাই ছড়া সাহিত্য পুরস্কার, সাহিত্য প্রণোদনা পুরস্কার, ষ্টার ভয়েজ সম্মাননা, খেলাঘর সম্মাননা, প্রথম আলো কৃতি ছাত্র সংবর্ধনা ইত্যাদি।[৯] [১০]

উল্লেখযোগ্য প্রকাশনা[সম্পাদনা]

  • বাংলাদেশের নির্বাচিত কিশোর মুক্তিযুদ্ধের গল্প

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তারুণ্যের শক্তি আবিদ আজমের জন্মদিন"সময় জার্নাল। সেপ্টেম্বর ২৭, ২০২১। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  2. "এখন দরকার সুপার আর্ট"খোলা কাগজ। অক্টোবর ২৯, ২০১৯। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  3. "আবিদ আজমের গল্পের বই ভূত ডটকম"বাংলা নিউজ ২৪ ডট কম। ফেব্রুয়ারি ২৮, ২০১৬। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  4. "ভূত ডটকম নিয়ে বইমেলায় আবিদ আজম"জাগো নিউজ ২৪ ডট কম। ফেব্রুয়ারি ২২, ২০১৬। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  5. "৪৮ লেখকের গল্পে 'মুক্তিযুদ্ধের সেরা কিশোর গল্প'"জাগো নিউজ ২৪ ডট কম। ফেব্রুয়ারি ০৪, ২০১৯। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  6. "প্রকাশিত হলো আল মাহমুদের অপ্রকাশিত মহাকাব্য"আমার সংবাদ। ফেব্রুয়ারি ১৪, ২০২০। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  7. "রমজান নিয়ে আবিদ আজমের গজল খুশির চাঁদ"দৈনিক ইনকিলাব। ১৬ মে, ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  8. "আবিদের কণ্ঠে সুফিগান 'শুকরিয়া'"সংবাদ। ১৯ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  9. "বিবিএফ-ইয়ুথ ইনোভেশন অ্যাওয়ার্ড পেলেন আবিদ আজম"যুগান্তর। ২৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  10. "'দেশগ্রাম অ্যাওয়ার্ড' পাচ্ছেন কবি আবিদ আজম"নতুন বার্তা। ১৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 


বিষয়শ্রেণী:বাংলাদেশী সাংবাদিক বিষয়শ্রেণী:লেখক বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি