ব্যবহারকারী:Meerja/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

>

খোদা রয় আদমে মিশে ।

কার জন্য মন হলি হত

সেই খোদা আদমে আছে।।


নাম দিয়া সাঁই কোথা লুকালে

মুর্শিদ ধরে সাধন করলে নিকটে মেলে

আত্মারূপে কর্তা হল

কর তার দিশে ।।


আল্লাহ নবী আদম এই তিনে

নাই কোন ভেদ আছে একআত্মা মিশে

দেখবি যদি সেই নবীকে

আশকে আছে সে ।।


যার হয়েছে মুর্শিদের জ্হান উজলা

সেই দেখবি নূরে তাজউল্লা

লালন বলে জ্হানী যারা

দেখবে অনায়াসে||[১]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. লালন-সঙ্গীত। তৃতীয় খন্ড। পৃষ্ঠা 132। আইএসবিএন -984-31-0069-7